হোম > অর্থনীতি > করপোরেট

দারাজের বিশেষ ক্যাম্পেইনের সাথে আরও উৎসবমুখর হবে বর্ষবরণ

দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ এক বিশেষ ক্যাম্পেইনের সাথে উদ্‌যাপন করতে যাচ্ছে এবারের বাংলা নববর্ষ। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই পয়লা বৈশাখ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় ফ্যাশন, ইলেকট্রনিকস, লাইফস্টাইল, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যের ওপর থাকছে আকর্ষণীয় ছাড়। 

পয়লা বৈশাখ ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকেরা প্রিপেমেন্ট ভাউচার, হট ডিল, মেগা ডিল, ফায়ারওয়ার্ক ভাউচার, ফ্ল্যাশ সেল, শেক শেক, মেগা ভাউচারসহ আরও অনেক আকর্ষণীয় অফার ও সুযোগ উপভোগ করতে পারবেন। 

গ্রাহকদের পেমেন্টের সুবিধার্থে পুরো ক্যাম্পেইনে থাকছে দারাজের প্রিপেমেন্ট পার্টনার বিকাশের ১০% ক্যাশব্যাক অফার। এ ছাড়া পেমেন্ট পার্টনার হিসেবে থাকছে লঙ্কাবাংলা ফাইন্যান্স, এইচএসবিসি, প্রাইম ব্যাংক লিমিটেড ও ব্র্যাক ব্যাংক; যাদের মাধ্যমে প্রিপেমেন্টে গ্রাহকেরা ১০% পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন। 

মেগা ডিসকাউন্টে থাকছে সর্বোচ্চ ১২ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড়। শেক শেক ক্যাম্পেইনের মাধ্যমে স্মার্টফোন জেতার সুযোগ এবং দারাজ ফ্ল্যাশ পাজেল চ্যালেঞ্জ ও ফায়ারওয়ার্ক ভাউচার (সর্বোচ্চ ১০ হাজার ৫০০ টাকা) জেতার সুযোগের সাথে সাথে গ্রাহকেরা পাচ্ছেন বিশেষ কিছু দিনে ফ্ল্যাশ সেল, মিস্টেরি বক্সসহ দারুণ সব অফার। 

এ প্রসঙ্গে দারাজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, ‘বাঙালির জাতিগত পরিপ্রেক্ষিতে সবচেয়ে উৎসবমুখর আয়োজন দেখা যায় পয়লা বৈশাখে। এই জাতিগত স্বাতন্ত্র্য উদ্‌যাপন করতে বিভিন্ন ধরনের বিশেষ অফার ও ডিসকাউন্ট নিয়ে এসেছে দারাজ। শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম হিসেবে আমরা চেষ্টা করব আমাদের সব আয়োজনের মাধ্যমে বাংলা নববর্ষের চেতনাকে আরও গভীরভাবে ফুটিয়ে তোলার।’ 

এই ক্যাম্পেইন প্রসঙ্গে দারাজ বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. তাজদীন হাসান বলেন, ‘পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতির সবচেয়ে বর্ণিল ও আনন্দমুখর উৎসব। দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস হিসেবে দারাজে আমরা বাঙালি সংস্কৃতির এই অনন্য চেতনার সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে চাই। তাই গ্রাহকদের জন্য উৎসবের আনন্দকে দ্বিগুণ করে তুলতে আমরা এই ক্যাম্পেইনের আয়োজন করেছি।’ 

ক্যাম্পেইনের ডায়মন্ড স্পনসর হিসেবে রয়েছে লোটো, রিয়েলমি, বাটা, স্টুডিও এক্স (ম্যারিকো), স্যাভলন (এসিআই) ও ডেটল (রেকিট বেনকিজার)। প্লাটিনাম স্পনসরদের মধ্যে রয়েছে সিঙ্গার, ভিশন, মোশন ভিউ, ফ্যাব্রিলাইফ, প্যারাস্যুট ন্যাচারালে (ম্যারিকো), গোদরেজ, ম্যাগি (নেসলে) ও লাইজল (রেকিট বেনকিজার)। গোল্ড স্পনসর হিসেবে রয়েছে শাওমি গ্লোবাল স্টোর, সিকেইন, রঙ্গন হারবালস, ফার্নিকম, লিভিংটেক্স, টিপি-লিঙ্ক, ডেল, ফোকাল্যুর, রিবানা, ট্রেন্ডজ, ইমামি ও হায়ার। 

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত