হোম > অর্থনীতি > করপোরেট

জিপিএইচ ইস্পাতের উদ্যোগে কুমিল্লায় সেমিনার অনুষ্ঠিত

জিপিএইচ ইস্পাতের উদ্যোগে কুমিল্লায় সেমিনার অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেডের উদ্যোগে সম্প্রতি কুমিল্লায় ‘রিবার গ্রেড বি৬০০ ডি-আর ওভার বি৪২০ ডি ডব্লিউআর ব্যবহারের অধিকতর সুবিধা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী জেলার শীর্ষস্থানীয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা অংশ নেন।

অনুষ্ঠানে ‘কি নোট স্পিকার’ হিসেবে টেকনিক্যাল প্রেজেন্টেশন করেন ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল হোসাইন চৌধুরী রিজভী। এ সময় উচ্চ শক্তির ইস্পাতের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয় যা ব্যবহারে ৩০ পারসেন্ট পর্যন্ত খরচ কমানো যায়, ফ্লোর স্পেস বাড়ে। ভূমিকম্প সহনীয় ও মজবুত কাঠামো নির্মাণে মানসম্পন্ন স্টিল ও কংক্রিট ব্যবহারের গুরুত্ব ও টেকসই স্থাপনা নির্মাণের ক্ষেত্রে প্রকৌশলীদের যে বিষয়গুলো সম্পর্কে গুরুত্ব দেওয়া আবশ্যক সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রেজেন্টেশনের শেষ পর্যায়ে আবদুল্লাহ আল হোসাইন চৌধুরী রিজভি ও জিপিএইচর হেড অব আর অ্যান্ড ডি ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলামের সমন্বয়ে একটি প্যানেল ডিসকাশন ও প্রশ্ন উত্তর সেশন অনুষ্ঠিত হয়। সেখানে ম্যাটেরিয়ালস, কোয়ালিটি, ডিজাইন ও কনস্ট্রাকশনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। তিনি অনুষ্ঠানে আগত প্রকৌশলীদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি দেশের অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

মোহাম্মদ আলমাস বলেন, মানসম্মত পণ্য তৈরির জন্য প্রয়োজন ভালো কাঁচামাল, দক্ষ জনশক্তি ও সর্বাধুনিক টেকনোলজি। বাংলাদেশে একমাত্র জিপিএইচ ইস্পাত বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস টেকনোলজির মাধ্যমে এবং দক্ষ টিমের সহায়তায় রড উৎপাদন করছে। এ ছাড়া সেমিনারে স্বাগত বক্তব্য দেন জিপিএইচ ইস্পাতের টেকনিক্যাল ডিরেক্টর মাদানি এম. ইমতিয়াজ হোসেন আরও উপস্থিত ছিলেন ডিরেক্টর স্ট্র্যাটেজি ও ট্রান্সফরমেশন সালেহীন মুসফিক সাদাফ ও রিজিওনাল সেলস ম্যানেজার মাজেদুর রহমানসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা