হোম > অর্থনীতি > করপোরেট

১০ নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করল কোকাকোলা ও ইউনাইটেড পারপাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক নারী দিবস উদ্‌যাপন উপলক্ষে দা কোকা-কোলা ফাউন্ডেশন ও ইউনাইটেড পারপাস এর যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় ১০ জন সফল নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করা হয়েছে। গতকাল রোববার মহিলা বিষয়ক অধিদপ্তরে ‘দা রোল অব উইমেন বিজনেস সেন্টার মডেল (ডব্লিউবিসি) ইন ইমপ্রুভিং অ্যাকসেস টু ডিজিটাল টুলস ফর রুরাল উইমেন’ শিরোনামে এই কর্মশালার আয়োজন করা হয়। 

এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভিন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি খাতের কর্মকর্তারা এবং দেশীয় ও আন্তর্জাতিক এনজিওর প্রতিনিধিরা। 

এ সময় ফরিদা পারভিন তাঁর বক্তব্যে বলেন, ‘স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রথম ভিত্তি হলো স্মার্ট নাগরিক গড়ে তোলা। কিন্তু গ্রামাঞ্চলে আধুনিক প্রযুক্তি এখনো পুরোপুরি পৌঁছায়নি। এ ধরনের প্রোগ্রাম শুধু নারীদের প্রযুক্তিগতভাবে সক্ষমই করবে না, সমাজের উন্নয়নেও সহায়তা করবে।’

দা কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া ম্যাডসবার্গ বলেন, ‘ইউনাইটেড পারপাসের মাধ্যমে নারীদের ক্যারিয়ার, সম্পদ ও আত্মনির্ভরশীল জীবন গড়ে তোলার ক্ষেত্রে ক্ষমতায়ন হচ্ছে। মানুষের উন্নতি ও সাফল্য অর্জন করার মতো একটি পরিবেশ তৈরি করাই সবচেয়ে ভালো বিনিয়োগ।’

উল্লেখ্য, জাতীয় এই কর্মশালাটির এর আগে জামালপুর, খুলনা, বাগেরহাট, সুনামগঞ্জ এবং গোপালগঞ্জের ১০০টি ডব্লিউবিসিতে ছোট আকারে আয়োজন করে প্রতিষ্ঠান দুটি। কমিউনিটি এনগেজমেন্ট চলাকালীন উইমেন বিজনেস সেন্টারের নারী উদ্যোক্তা এবং সমাজের নারীরা জেন্ডার সমতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্ব সম্পর্কে শেখার সুযোগ পান।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন