হোম > অর্থনীতি > করপোরেট

কর্মসংস্থান ব্যাংকের ব্যবসায়িক উন্নয়ন সভা অনুষ্ঠিত, লক্ষ্যমাত্রা অর্জনের তাগিদ

বিজ্ঞপ্তি

কর্মসংস্থান ব্যাংকের ঢাকা, ঢাকা উত্তর, গাজীপুর ও নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ও শাখা ব্যবস্থাপক এবং মাঠকর্মীদের অংশগ্রহণে আজ শনিবার ঢাকায় ‘ব্যবসায়িক উন্নয়ন সভা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সভায় সঠিক উদ্যোক্তা বাছাই করে গুণগত ঋণ বিতরণ ও সব সূচকে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সভার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক মেহের সুলতানা এবং পরিচালন ও হিসাব মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা। ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি ড. এ এফ এম মতিউর রহমান তাঁর বক্তব্যে সঠিক উদ্যোক্তা নির্বাচনের মাধ্যমে ঋণের গুণগত মান নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি অর্থবছরের বাকি সময়ে কর্মতৎপরতা আরও বাড়িয়ে ব্যবসায়িক সব সূচকে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী তাঁর বক্তব্যে কর্মসংস্থান ব্যাংককে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি উন্নত ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান। তিনি সবাইকে উদ্ভাবনী ধারণা ও ইতিবাচক মানসিকতা নিয়ে কর্মঘণ্টা সদ্ব্যবহারের মাধ্যমে সব সূচকের ঘাটতি পূরণের পরামর্শ দেন। এ ছাড়া তিনি নতুন উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণের মাধ্যমে অধিক হারে কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পার্ক অ্যাভিনিউর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

বীকন ফার্মার কর্ণধার এবাদুল করিমের মৃত্যু

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘এক্সিসেবল ডিজিটাল সেবা’ নিশ্চিতের আহ্বান

বাফুফের ডেভেলপমেন্ট পার্টনার বিএসআরএম

প্রযুক্তিগত উদ্ভাবন ও কর্মীদের সাফল্য উদ্‌যাপনে আবুল খায়ের স্টিলের ‘একেএস-একসাথে আগামীর পথে’

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত