হোম > অর্থনীতি > করপোরেট

অগ্রণী এক্সচেঞ্জ হাউজ সিঙ্গপুরের ২০ বছর পূর্তিতে প্রবাসীদের সম্মিলন

‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উদযাপন ও অগ্রণী ব্যাংকের ‘উজ্জীবিত অগ্রযাত্রা’র বিশেষ কর্মসূচিরর অংশ হিসেবে সিঙ্গাপুরে প্রবাসীদের সম্মাননা দেওয়া হয়েছে।

গত ১৯ ডিসেম্বর সিঙ্গাপুরের হোটেল পার্ক রয়েলের বলরুমে মিট দ্য রেমিটার অগ্রণী এক্সচেঞ্জ হাউজ প্রাইভেট লিমিটেডের আয়োজনে এ সম্মাননা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. তাওহিদুল ইসলাম (এনডিসি)। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত। অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. মুরশেদুল কবীরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লেবার কাউন্সিলর মো. আতাউর রহমান, পাসপোর্ট উইংসের কাউন্সিলর এবং হেড অব চেন্সরী ওয়াসিমুল বারী, লেবার উইংসের ফার্স্ট সেক্রেটারী আহমেদ হোসেন ভুইঞা, সিঙ্গ পুর বাংলাদেশ সোসাইটির সভাপতি জহিরুল ইসলাম, অগ্রণী এক্সচেঞ্জ হাউজের সিইও এন্ড ডিরেক্টর আবু সুজা মোহাম্মদ শরীফুল ইসলাম এবং অপারেশন্স ম্যানেজার নেছার আহমেদ মিশুক। এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিজনেস চেম্বারের নেতৃবৃন্দ, সিঙ্গাপুরের সকল স্তরের রেমিটারবৃন্দসহ ২০২১ সালে সর্বোচ্চ সংখ্যক রেমিট্যান্স প্রেরণকারী পুরস্কারপ্রাপ্ত ১৫ জন রেমিটার। 

হাইকমিশনার প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর জন্য অনুরোধ জানান। 

জায়েদ বখ্ত অর্থনীতির বর্তমান ও বৈশ্বিক পরিস্থিতির আলোকে বক্তব্য রেখে অগ্রণী ব্যাংকের মাধ্যমে আরো বেশি করে রেমিট্যান্স প্রেরণ করার আহ্বান জানান। 

অগ্রণী ব্যাংকের সিইও মুরশেদুল কবীর অগ্রণী ব্যাংক এর মাধ্যমে রেমিট্যান্স প্রেরন করার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন করে বলেন, আপনারা অগ্রণী ব্যাংকের উপর আস্থা রাখায় অগ্রণী ব্যাংক রেমিট্যান্সে রাষ্ট্রায়ত্ত ব্যাংকসমূহের মধ্যে শীর্ষে এবং সকল ব্যাংকের মধ্যে ১০ (দশ) বছরের অধিককাল ব্যাপী দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন