হোম > অর্থনীতি > করপোরেট

গ্রামীণফোন রিচার্জে নগদের ‘এক টাকার অফার’

গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য রিচার্জে ‘এক টাকার অফার’ নিয়ে এসেছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ। এই অফারে নগদ থেকে গ্রামীণফোন নম্বরে ২০০ টাকা রিচার্জ করলে প্রতি ঘণ্টায় প্রথম ১০০ জন ১৯৯ টাকা ক্যাশব্যাক পাবেন। এ ছাড়া প্রতিদিন সবচেয়ে বেশিবার ২০০ টাকা রিচার্জ করা ব্যক্তি পাবেন একটি স্মার্টফোন বা ট্যাব।

ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করতে মোবাইল ফোনের রিচার্জে এই অফার নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফোন লেনদেন সেবা নগদ। এই অফারের আওতায় গত ১৯ জুন থেকে আগামী ২৫ জুন নগদ থেকে গ্রামীণফোন নম্বরে ২০০ টাকা রিচার্জ করে ১৯৯ টাকা ক্যাশ ব্যাক পাবেন গ্রাহকেরা। এই ক্যাশব্যাকটি পেতে এই অফার চলাকালে নগদ অ্যাপ অথবা *১৬৭# (ইউএসএসডি) ডায়ালের মাধ্যমে ২০০ টাকা রিচার্জ করতে হবে।

নিজের বা প্রিয়জনের যেকোনো ‘গ্রামীণফোন’, ‘গ্রামীণফোন স্কিট্টো’ বা প্রিপেইড ও পোস্টপেইড নম্বরে নগদের মাধ্যমে ২০০ টাকা রিচার্জে এই ক্যাম্পেইনটিতে অংশ নেওয়া যাবে। ক্যাশব্যাক পাওয়া যাবে যে নম্বর থেকে নগদ ব্যবহার করে রিচার্জ করা হয়েছে সেই নম্বরেই।

ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত রিচার্জের ক্ষেত্রে এই অফার প্রযোজ্য হবে। প্রতি ঘণ্টায় প্রথম ১০০ জন রিচার্জকারী এই ক্যাশব্যাক পাবেন। রিচার্জের পরবর্তী এক কর্মদিবসের মধ্যে ক্যাশব্যাক পৌঁছে যাবে গ্রাহকের অ্যাকাউন্টে।

একজন গ্রাহক যতবার খুশি এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। ক্যাম্পেইন চলাকালীন সবচেয়ে বেশিবার ২০০ টাকা রিচার্জকারী গ্রাহকের জন্য রয়েছে আবার বিশেষ পুরস্কার। তিনি নগদের পক্ষ থেকে পাবেন একটি স্মার্টফোন বা ট্যাব। এই বিশেষ পুরস্কারের জন্য নির্বাচিত হলে এসএমএসের মাধ্যমে বিজয়ীকে অবহিত করা হবে এবং নগদ লিমিটেডের অফিশিয়াল ফেসবুক পেজে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হবে।

এই ক্যাম্পেইনের ব্যাপারে নগদের চিফ মার্কেটিং অফিসার সাদাত আদনান আহমেদ বলেন, ‘নগদ চায় যে, দেশের যত বেশি সম্ভব মানুষ ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হয়ে উঠুক এবং তারা মোবাইল রিচার্জের মতো দৈনন্দিন কাজে মোবাইল আর্থিক সেবা ব্যবহার করুক, সে জন্যই দেশের অন্যতম মোবাইল অপারেটর গ্রামীণফোনের সঙ্গে এই অফার নিয়ে এসেছে নগদ।’

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন