হোম > অর্থনীতি > করপোরেট

সিদীপের গ্রাহকদের সুবিধা দিতে সঙ্গে নগদের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিম্ন আয়ের মানুষদের মাঝে ক্ষুদ্রঋণ কার্যক্রম সহজ ও গতিশীল করতে ডাক বিভাগের মোবাইল ফোনে সেবাদাতা নগদের সঙ্গে চুক্তি করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)।

এই চুক্তির ফলে সিদীপ গ্রাহকেরা নগদের মাধ্যমে তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি বিনা খরচে পরিশোধ করতে পারবেন। নগদ অ্যাপ, ইউএসএসডি এবং নগদ উদ্যোক্তা- এই তিন মাধ্যমের যেকোনো একটি ব্যবহার করে সিদীপের সেবা নেওয়া যাবে। চলতি মাস থেকেই সিদীপের সকল শাখায় এই সেবা পাওয়া যাবে। 

সম্প্রতি রাজধানীর বনানীতে নগদের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, এমএফআই অ্যান্ড গভ. সেলস অপারেশন বিভাগের প্রধান তানভীর চৌধুরী ও কী অ্যাকাউন্ট ম্যানেজার হাসনা মোহসীনের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

অনুষ্ঠানে নতুন এই সেবা নিয়ে শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ বরাবরই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। সিদীপের সঙ্গে নগদের এই চুক্তির ফলে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর একটা বড় অংশ এখন থেকে সঞ্চয়ে উৎসাহিত হবে এবং মোবাইলেই সিদীপের ক্ষুদ্রঋণ সুবিধা পাবে।’

সিদীপের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা, পরিচালক (ফাইন্যান্স এন্ড অপারেশন্স) এস. আবদুল আহাদ, পরিচালক (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম) একেএম হাবিব উল্লাহ আজাদ, অর্থ ও হিসাব বিভাগের প্রধান একেএম শামসুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান মো. ইব্রাহিম মিঞা ও ডিজিটাইজেশন বিভাগের প্রধান অমিত কুমার রায় সেখানে ছিলেন।

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

জেসিআই ঢাকা হেরিটেজের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই