হোম > অর্থনীতি > করপোরেট

সিদীপের গ্রাহকদের সুবিধা দিতে সঙ্গে নগদের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিম্ন আয়ের মানুষদের মাঝে ক্ষুদ্রঋণ কার্যক্রম সহজ ও গতিশীল করতে ডাক বিভাগের মোবাইল ফোনে সেবাদাতা নগদের সঙ্গে চুক্তি করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)।

এই চুক্তির ফলে সিদীপ গ্রাহকেরা নগদের মাধ্যমে তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি বিনা খরচে পরিশোধ করতে পারবেন। নগদ অ্যাপ, ইউএসএসডি এবং নগদ উদ্যোক্তা- এই তিন মাধ্যমের যেকোনো একটি ব্যবহার করে সিদীপের সেবা নেওয়া যাবে। চলতি মাস থেকেই সিদীপের সকল শাখায় এই সেবা পাওয়া যাবে। 

সম্প্রতি রাজধানীর বনানীতে নগদের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, এমএফআই অ্যান্ড গভ. সেলস অপারেশন বিভাগের প্রধান তানভীর চৌধুরী ও কী অ্যাকাউন্ট ম্যানেজার হাসনা মোহসীনের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

অনুষ্ঠানে নতুন এই সেবা নিয়ে শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ বরাবরই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। সিদীপের সঙ্গে নগদের এই চুক্তির ফলে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর একটা বড় অংশ এখন থেকে সঞ্চয়ে উৎসাহিত হবে এবং মোবাইলেই সিদীপের ক্ষুদ্রঋণ সুবিধা পাবে।’

সিদীপের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা, পরিচালক (ফাইন্যান্স এন্ড অপারেশন্স) এস. আবদুল আহাদ, পরিচালক (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম) একেএম হাবিব উল্লাহ আজাদ, অর্থ ও হিসাব বিভাগের প্রধান একেএম শামসুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান মো. ইব্রাহিম মিঞা ও ডিজিটাইজেশন বিভাগের প্রধান অমিত কুমার রায় সেখানে ছিলেন।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত