হোম > অর্থনীতি > করপোরেট

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

বিজ্ঞপ্তি

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন। ছবি: সংগৃহীত

সোশ্যাল ইসলামী ব্যাংকের তিনটি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নাজমুস সায়াদাত এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এ এম হাবীবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবসম্পদ বিভাগের প্রধান মো. শাহরিয়ার খান, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. মশিউর রহমান এবং ঊর্ধ্বতন নির্বাহীরা।

সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকেরা, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো টাঙ্গাইলের এলাসিন বাজার, কক্সবাজারের থিমছড়ি বাজার এবং কিশোরগঞ্জের গোবিন্দপুর চৌরাস্তায় অবস্থিত।

প্রধান অতিথির বক্তব্যে মো. নাজমুস সায়াদাত বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আমাদের ব্যাংকের সেবা শাখা, উপশাখার পাশাপাশি ৩৭৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের মাধ্যমে দেশের আনাচকানাচে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।’

নাজমুস সায়াদাত আশা প্রকাশ করে বলেন, ‘আজ যেসব এলাকায় এজেন্ট আউটলেট উদ্বোধন করা হলো, সেসব এলাকার সব শ্রেণি-পেশার মানুষ আমাদের ব্যাংকের সেবা গ্রহণ করবেন।’

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত