হোম > অর্থনীতি > করপোরেট

বিইউএফটিতে ফ্যাশনের ভবিষ্যৎ ও গতিধারা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বিইউএফটিতে ফ্যাশনের ভবিষ্যৎ ও গতিধারা নিয়ে ব্যতিক্রমী আয়োজন। ছবি: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ফ্যাশন ক্লাব ‘ফ্যাশনের ভবিষ্যৎ: উদ্ভাবন, গতিধারা এবং নতুন আঙ্গিক’ শীর্ষক দিনব্যাপী ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠান করা হয়।

শিক্ষার্থী, শিল্প বিশেষজ্ঞ ও ফ্যাশনপ্রেমীদের সমন্বয়ে এই আয়োজনে সৃজনশীলতা, টেকসই এবং উদ্ভাবনের অসাধারণ মেলবন্ধনকে উপস্থিত সবার সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি ফারুক হাসান, বিইউএফটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দীক, শারমিন হাসান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইঞ্জিনিয়ার আইয়ুব নাবী খান এবং আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তারসহ প্রমুখ। নবীন ফ্যাশনপ্রেমীদের উদ্দেশ্যে অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য সবার মনোযোগ আকর্ষণ করে।

অনুষ্ঠানের মূল থিম ছিল সার্কুলার ফ্যাশন এবং টেকসই পদ্ধতির মাধ্যমে দীর্ঘস্থায়ী ধারণা প্রদান। ফ্যাশন শো’তে শিক্ষার্থীরা তিনটি বিভাগে সৃজনশীলতা প্রদর্শন করেন। তা হলো ঐতিহ্যবাহী পোশাক, ফিউশন ড্রেস ও ইভিনিং গাউন। প্রতিটি উপস্থাপনাতেই টেকসই পদ্ধতি ও ডিজাইনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া সাংস্কৃতিক পরিবেশনা দিনব্যাপী অনুষ্ঠানের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এতে শুধু বিইউএফটি শিক্ষার্থীদের সৃজনশীল সম্ভাবনাকে তুলে ধরা হয়নি বরং বৈশ্বিক ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা এবং টেকসই উদ্ভাবনের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’