হোম > অর্থনীতি > করপোরেট

বিইউএফটিতে ফ্যাশনের ভবিষ্যৎ ও গতিধারা নিয়ে ব্যতিক্রমী আয়োজন

বিইউএফটিতে ফ্যাশনের ভবিষ্যৎ ও গতিধারা নিয়ে ব্যতিক্রমী আয়োজন। ছবি: সংগৃহীত

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) ফ্যাশন ক্লাব ‘ফ্যাশনের ভবিষ্যৎ: উদ্ভাবন, গতিধারা এবং নতুন আঙ্গিক’ শীর্ষক দিনব্যাপী ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই অনুষ্ঠান করা হয়।

শিক্ষার্থী, শিল্প বিশেষজ্ঞ ও ফ্যাশনপ্রেমীদের সমন্বয়ে এই আয়োজনে সৃজনশীলতা, টেকসই এবং উদ্ভাবনের অসাধারণ মেলবন্ধনকে উপস্থিত সবার সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বিজিএমইএয়ের সাবেক সভাপতি ফারুক হাসান, বিইউএফটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোজাফফর ইউ সিদ্দীক, শারমিন হাসান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইঞ্জিনিয়ার আইয়ুব নাবী খান এবং আর্কা স্টুডিওর প্রতিষ্ঠাতা আসাদ সাত্তারসহ প্রমুখ। নবীন ফ্যাশনপ্রেমীদের উদ্দেশ্যে অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য সবার মনোযোগ আকর্ষণ করে।

অনুষ্ঠানের মূল থিম ছিল সার্কুলার ফ্যাশন এবং টেকসই পদ্ধতির মাধ্যমে দীর্ঘস্থায়ী ধারণা প্রদান। ফ্যাশন শো’তে শিক্ষার্থীরা তিনটি বিভাগে সৃজনশীলতা প্রদর্শন করেন। তা হলো ঐতিহ্যবাহী পোশাক, ফিউশন ড্রেস ও ইভিনিং গাউন। প্রতিটি উপস্থাপনাতেই টেকসই পদ্ধতি ও ডিজাইনের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া সাংস্কৃতিক পরিবেশনা দিনব্যাপী অনুষ্ঠানের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে। এতে শুধু বিইউএফটি শিক্ষার্থীদের সৃজনশীল সম্ভাবনাকে তুলে ধরা হয়নি বরং বৈশ্বিক ফ্যাশন শিল্পের ভবিষ্যৎ নিয়ে গঠনমূলক আলোচনা এবং টেকসই উদ্ভাবনের ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা