হোম > অর্থনীতি > করপোরেট

ওয়ালটন ও বাটারফ্লাইয়ের কিস্তি দেওয়া যাচ্ছে বিকাশে 

ওয়ালটন ও বাটারফ্লাইয়ের গ্রাহকেরা এখন বিকাশ অ্যাপের মাধ্যমে মাসিক কিস্তির টাকা পরিশোধ করতে পারবেন। দেশের সব ওয়ালটন প্লাজা ও বাটারফ্লাইয়ের শোরুম থেকে কিস্তিতে পণ্য কেনার ক্ষেত্রে গ্রাহকেরা এই সুযোগ পাবেন। 

গ্রাহকদের এখন থেকে মাস শেষ হলেই আর শোরুমে যেতে হবে না। এই সেবার মাধ্যমে ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো সময় বিকাশ অ্যাপ দিয়েই কিস্তি পরিশোধ করতে পারবেন। এভাবে কিস্তির টাকা পরিশোধের ক্ষেত্রে ১% সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। এতে একদিকে যেমন সময় সাশ্রয় হবে, তেমনি গ্রাহকের কিস্তি জমা দেওয়ার দিন পেরিয়ে যাওয়ার বিড়ম্বনাও দূর হবে। অন্যদিকে, প্রতিষ্ঠান দুটির কিস্তি সংগ্রহের ব্যবস্থাপনাও সহজ ও গতিশীল হবে।

কিস্তির টাকা পরিশোধ করতে প্রথমে বিকাশ অ্যাপের হোমস্ক্রিনে ‘পে বিল’ আইকন থেকে ‘অন্যান্য’ অপশন নির্বাচন করতে হবে। এরপর ড্রপডাউন লিস্ট থেকে ‘ওয়ালটন প্লাজা’ বা ‘বাটারফ্লাই’ বাছাই করতে হবে। এখানে কাস্টমার আইডি অথবা ইনভয়েস নম্বর এবং কন্ট্রাক্ট নম্বর টাইপ করে পরবর্তী ধাপে যেতে হবে। এবার কিস্তির টাকার পরিমাণ উল্লেখ করে পরের স্ক্রিনে যেতে ট্যাপ করতে হবে। এই ধাপে গ্রাহকেরা যাবতীয় তথ্য চেক করে নিতে পারবেন। এরপর বিকাশের পিন দিয়ে লেনদেন সম্পন্ন করতে হবে। লেনদেন সম্পন্নের পরই কনফারমেশন ম্যাসেজ ও ডিজিটাল রিসিট পেয়ে যাবেন গ্রাহক। প্রয়োজনে পরিবেশবান্ধব রিসিটটি ডাউনলোড করেও রাখতে পারবেন গ্রাহক। 

লেনদেন সহজ ও সুবিধাজনক হওয়ায় দিন দিন জনপ্রিয় হচ্ছে বিকাশের পেমেন্ট সার্ভিসগুলো। এ মুহূর্তে দেশজুড়ে তিন লাখের বেশি মার্চেন্ট পয়েন্টে বিকাশ অ্যাপের কিউআর কোড স্ক্যান করে খুব সহজে এবং দ্রুত বিভিন্ন পণ্য ও সেবার দাম পরিশোধ করা যাচ্ছে। 

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত