হোম > অর্থনীতি > করপোরেট

উই সামিটে বিকাশের সহযোগিতায় নারী উদ্যোক্তাদের জন্য ‘পারসোনাল রিটেইল অ্যাকাউন্ট’

দেশের নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় কমিউনিটি ‘উই’-এর দুই দিনব্যাপী সম্মেলনে পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট (পিআরএ) খুলে দেওয়ার মাধ্যমে পেমেন্ট গ্রহণ সহজ করা সংক্রান্ত সেবা ও পরামর্শ দিয়েছে বিকাশ। ট্রেড লাইসেন্স ছাড়াই এসব ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা জাতীয় পরিচয়পত্র ও নিজের নামে নিবন্ধিত সিম দিয়ে বিশেষ ধরনের এই অ্যাকাউন্ট খুলে পেমেন্ট গ্রহণ, সেন্ড মানি, স্বল্প খরচে ক্যাশ আউট ও অন্য মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করে ব্যবসা প্রসারে আরও সক্ষম হবেন।

বাংলাদেশি পণ্য নিয়ে ব্যবসা পরিচালনা করা নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম উইমেন অ্যান্ড ই-কমার্স (উই)-এর রয়েছে প্রায় ১৩ লাখ সদস্যের ফেসবুক গ্রুপ এবং ৪ লাখের বেশি নারী উদ্যোক্তা। এবারের ‘উই সামিট-২০২২’ এ তাদেরকে আরও সুদক্ষ ও সফল ব্যবসায়ী করে তোলার লক্ষ্যে আলোচনা সভা, প্রশিক্ষণ, ওয়ার্কশপ, স্টার্টআপ সাপোর্ট ইত্যাদির আয়োজন করা হয়। এই সামিটে সরকারের আইসিটি বিভাগের পাশাপাশি বিকাশও স্পনসর প্রতিষ্ঠান হিসেবে সহযোগিতা করেছে। সামিটে পিআর অ্যাকাউন্ট খোলা, পেমেন্ট গ্রহণের পদ্ধতি ও এর বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে পরামর্শ দিয়েছে বিকাশ।

অনলাইন বা ফেসবুক ভিত্তিক নারী উদ্যোক্তারা পিআর অ্যাকাউন্টের কল্যাণে গ্রাহকদের কাছ থেকে পণ্যের পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে বাড়তি লিমিট সুবিধা পাবেন। ক্যাশ নির্ভরতা কমিয়ে দিয়ে এই রিটেইল অ্যাকাউন্ট দেশের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করছে। পাশাপাশি গ্রাহক ও বিক্রেতার লেনদেন হচ্ছে আরও সহজ ও নিরাপদ।

পিআরএ নিয়ে উই সামিটে আয়োজিত প্যানেল ডিসকাশনে বিকাশের চিফ কাস্টমার সার্ভিস অফিসার নিশাত রহমান বলেন, ‘নারী উদ্যোক্তারা যে ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনগুলো করছেন, সেগুলোকে সহজ ও নিরাপদ করতে পারার জন্য প্রযুক্তিগত স্মার্ট সলিউশন দেওয়ার একটি প্রচেষ্টা হলো পিআরএ। বিকাশ নারী উদ্যোক্তাদের এই সেবা দিতে পেরে গর্বিত।’

পার্সোনাল রিটেইল অ্যাকাউন্ট থেকে সেন্ড মানি ও ক্যাশ আউটের সুবিধাও রয়েছে। প্রত্যেক অ্যাকাউন্টের জন্য থাকে কিউআর কোড যা লেনদেনকে সহজ করে। এই অ্যাকাউন্ট থেকে অন্য সব মার্চেন্ট অ্যাকাউন্টে পেমেন্ট করার সুবিধা রয়েছে। এদিকে খুচরা টাকার ঝামেলা না থাকায় গ্রাহক দূরে থেকেও সহজে পেমেন্ট করেই পণ্য পেয়ে যান। ফলে এই অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টে ক্রেতা-বিক্রেতা উভয়ই লাভবান হন। পিআরএ খোলার নিয়ম, লিমিট ও অন্যান্য বিস্তারিত জানতে আগ্রহী উদ্যোক্তারা ভিজিট করুন বিকাশের ওয়েবসাইটে

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন