আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই হয়েছে। গতকাল রোববার আর্থিক প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহের সভাপতিত্বে ২০২৩-২৪ অর্থবছরের এপিএ সইয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অনুকূলে সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক-উল-আলম চুক্তিতে সই করেন।
চুক্তি সইয়ের সময় ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক বাদল চন্দ্র দেবনাথ ও সহকারী মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।