হোম > অর্থনীতি > করপোরেট

দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় হসপিটালিটি টিকিট লাভের সুযোগ এমিরেটসের লয়্যাল গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুবাইয়ের বৃহত্তম মাল্টিপারপাস ইনডোর ভেন্যু কোকা-কোলা অ্যারেনা। ছবি: ভিজিট দুবাই।

এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম স্কাইওয়ার্ডসের বিশেষ উদ্যোগ ‘স্কাইওয়ার্ডস এক্সক্লুসিভ’-এর অধীনে প্রোগ্রামের সদস্যরা দুবাইয়ের বৃহত্তম মাল্টিপারপাস ইনডোর ভেন্যু কোকা-কোলা অ্যারেনায় আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম উপভোগ করার জন্য হসপিটালিটি টিকিট লাভের সুযোগ পাবেন। মনোমুগ্ধকর আন্তর্জাতিক কনসার্ট, কমেডি শো, স্পোর্টস টুর্নামেন্টসহ আরও অনেক আয়োজন দেখতে পাবেন স্কাইওয়ার্ডস সদস্যরা।

এজন্য লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা তাঁদের অর্জিত মাইল (পয়েন্ট) ব্যবহার বা হসপিটালিটি টিকিটের জন্য বিড করতে পারবেন। এক জোড়া হসপিটালিটি টিকিটের জন্য বিড করতে হলে সর্বনিম্ন পাঁচ হাজার মাইলের প্রয়োজন পড়বে। মাইল ব্যবহার বা রিডিম করার ক্ষেত্রেও একই পরিমাণ পয়েন্ট দরকার হবে।

সামনের মাসগুলোতে কোকা-কোলা অ্যারিনায় বেশ কিছু জাঁকজমকপূর্ণ কনসার্ট এবং ইভেন্টে অংশ নেবেন বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা। এদের মধ্যে আরব এবং বলিউড তারকারাও থাকবেন। এছাড়াও থাকবে বেশ কিছু এক্সাইটিং স্পোর্টস ইভেন্ট। হসপিটালিটি টিকিটের মাধ্যমে গ্রাহকেরা প্রিমিয়াম আসনে বসতে এবং স্টেজের সবচেয়ে ভালো প্যানারমিক ভিউ উপভোগের সুযোগ পাবেন।

এমিরেটস এক বিজ্ঞপ্তিতে জানায়, এমিরেটসের লয়্যালটি প্রোগ্রামের স্পনসরশিপ পোর্টফোলিও অত্যন্ত সমৃদ্ধ এবং সুবিস্তৃত। এই স্পনসরশিপের সুবিধা নিয়ে এমিরেটস তাদের লয়্যালটি সদস্যদের নিয়মিতভাবে বিভিন্ন আকর্ষণীয় অফার দিয়ে থাকে। সারা বিশ্বে এই প্রোগ্রামের সদস্য সংখ্যা সাড়ে তিন কোটি এবং বাংলাদেশে প্রায় এক লাখ।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন