হোম > অর্থনীতি > করপোরেট

দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় হসপিটালিটি টিকিট লাভের সুযোগ এমিরেটসের লয়্যাল গ্রাহকদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুবাইয়ের বৃহত্তম মাল্টিপারপাস ইনডোর ভেন্যু কোকা-কোলা অ্যারেনা। ছবি: ভিজিট দুবাই।

এমিরেটসের লয়্যালটি প্রোগ্রাম স্কাইওয়ার্ডসের বিশেষ উদ্যোগ ‘স্কাইওয়ার্ডস এক্সক্লুসিভ’-এর অধীনে প্রোগ্রামের সদস্যরা দুবাইয়ের বৃহত্তম মাল্টিপারপাস ইনডোর ভেন্যু কোকা-কোলা অ্যারেনায় আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম উপভোগ করার জন্য হসপিটালিটি টিকিট লাভের সুযোগ পাবেন। মনোমুগ্ধকর আন্তর্জাতিক কনসার্ট, কমেডি শো, স্পোর্টস টুর্নামেন্টসহ আরও অনেক আয়োজন দেখতে পাবেন স্কাইওয়ার্ডস সদস্যরা।

এজন্য লয়্যালটি প্রোগ্রামের সদস্যরা তাঁদের অর্জিত মাইল (পয়েন্ট) ব্যবহার বা হসপিটালিটি টিকিটের জন্য বিড করতে পারবেন। এক জোড়া হসপিটালিটি টিকিটের জন্য বিড করতে হলে সর্বনিম্ন পাঁচ হাজার মাইলের প্রয়োজন পড়বে। মাইল ব্যবহার বা রিডিম করার ক্ষেত্রেও একই পরিমাণ পয়েন্ট দরকার হবে।

সামনের মাসগুলোতে কোকা-কোলা অ্যারিনায় বেশ কিছু জাঁকজমকপূর্ণ কনসার্ট এবং ইভেন্টে অংশ নেবেন বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় শিল্পীরা। এদের মধ্যে আরব এবং বলিউড তারকারাও থাকবেন। এছাড়াও থাকবে বেশ কিছু এক্সাইটিং স্পোর্টস ইভেন্ট। হসপিটালিটি টিকিটের মাধ্যমে গ্রাহকেরা প্রিমিয়াম আসনে বসতে এবং স্টেজের সবচেয়ে ভালো প্যানারমিক ভিউ উপভোগের সুযোগ পাবেন।

এমিরেটস এক বিজ্ঞপ্তিতে জানায়, এমিরেটসের লয়্যালটি প্রোগ্রামের স্পনসরশিপ পোর্টফোলিও অত্যন্ত সমৃদ্ধ এবং সুবিস্তৃত। এই স্পনসরশিপের সুবিধা নিয়ে এমিরেটস তাদের লয়্যালটি সদস্যদের নিয়মিতভাবে বিভিন্ন আকর্ষণীয় অফার দিয়ে থাকে। সারা বিশ্বে এই প্রোগ্রামের সদস্য সংখ্যা সাড়ে তিন কোটি এবং বাংলাদেশে প্রায় এক লাখ।

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

বিশিষ্ট শিল্পপতি মো. আবদুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শোক

যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খান

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে যোগ হলো সম্পূর্ণ ভয়েস-চালিত সেবা

মেট্রোরেল ও অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক