আগামী ২৩ থেকে ২৫ জুন অনুষ্ঠিতব্য, ঢাকা মোটর শো-এর ১৫ তম আসরে অংশ নিতে চলেছে নাভানা লিমিটেড। এতে প্যাসেঞ্জার কার এবং কমার্শিয়াল ভেহিকেল বিভাগে টয়োটার বিভিন্ন গাড়ির মডেলসমূহ প্রদর্শিত হবে।
মোটর শো-এর প্যাসেঞ্জার কার প্যাভিলিয়নে টয়োটার এমপিভি ও এসইউভি গাড়িগুলো প্রদর্শিত হবে। এ ছাড়াও, টয়োটার কমার্শিয়াল গাড়ির মডেলগুলোকে টয়োটা ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টের সঙ্গে কমার্শিয়াল হলের অপর একটি প্যাভিলিয়নে প্রদর্শন করা হবে।
২৩ জুন সকাল ১০টা ৩০ থেকে অনুষ্ঠিতব্য ঢাকা মোটর শো এবং কমার্শিয়াল অটো মোটিভ শো-তে সবাই আমন্ত্রণ জানিয়েছে নাভানা লিমিটেড। অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শকের জন্য টয়োটার পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় মূল্যছাড়।