হোম > অর্থনীতি > করপোরেট

ঢাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ডের ১২০ বছর উদ্‌যাপন, সফরে গ্রুপ সিইও বিল উইন্টার্স

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

বাংলাদেশে কার্যক্রমের ১২০ বছর পূর্তি উদ্‌যাপন করেছে আন্তর্জাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড। এ উপলক্ষে ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রুপ চিফ এক্সিকিউটিভ বিল উইন্টার্স।

বিল উইন্টার্সের এ সফর স্ট্যান্ডার্ড চার্টার্ডের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির ভূমিকা আরও জোরালোভাবে তুলে ধরেছে।

সফরকালে বিল উইন্টার্স দেশের ব্যবসায়ী, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।

বিল উইন্টার্স বলেন, ‘বাংলাদেশের আর্থিক খাতের সম্ভাবনা বিশাল। আমাদের বৈশ্বিক অভিজ্ঞতা ও আন্তর্জাতিক নেটওয়ার্ক কাজে লাগিয়ে এ দেশের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই।’

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘১২০ বছর ধরে বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। বিল উইন্টার্সের সফর আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে। ভবিষ্যতে আমরা ডিজিটাল সক্ষমতা ও টেকসই উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে চাই।’

১৯০৫ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের ব্যাংকিং খাতের বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছে। ব্যাংকটি দেশের প্রথম আন্তর্জাতিক ঋণপত্র চালু করে, প্রথম কমোডিটি ডেরিভেটিভ, ইন্টারেস্ট রেট ডেরিভেটিভ ও মেটাল ডেরিভেটিভ চালু করে, ডিজিটাল ব্যাংকিংয়ে নতুন উদ্ভাবন নিয়ে আসে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের অবকাঠামো ও বাণিজ্য উন্নয়নে বড় ভূমিকা পালন করেছে।

ব্যাংকটি শক্তি, টেলিযোগাযোগ, ওষুধ, বিমান ও তৈরি পোশাকশিল্পে বিনিয়োগ সহায়তা দিয়েছে, দেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ ও প্রথম আন্তর্জাতিক অধিগ্রহণে ভূমিকা রেখেছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে পরিবেশ, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করছে।

বিশেষত, তরুণদের ক্ষমতায়ন ও উদ্যোক্তা তৈরিতে ব্যাংকটি উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগী হিসেবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ভবিষ্যতেও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অংশীদার হয়ে কাজ চালিয়ে যাবে।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত