হোম > অর্থনীতি > করপোরেট

মার্চে ঢাকা-রোম রুটে ফ্লাইট শুরু করবে বিমান

আগামী বছরের মার্চে ইতালির রোম শহরে ফ্লাইট পরিচালনা শুরু করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এ তথ্য জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার বেলা ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ট্রেনিং সেন্টার অ্যাভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্ট ফোরাম অফ বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে ডায়ালগে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের একটি অপূর্ণতা যে ইউরোপে আমাদের কোনো রুট নেই। তবে এই অপূর্ণতা আর বেশি দিন থাকবে না। আগামী মার্চের মধ্যে ইতালির রোমে বিমান ফ্লাইট শুরু করবে।’

এ বিষয়ে বিমানের পরিচালক (মার্কেটিং) মো. সালাউদ্দিন বলেন, ‘রোম আমাদের অনেক পুরোনো রুট ছিল। এয়ারক্রাফট স্বল্পতার কারণে ২০০৯ সালে আমরা এই রুটে যাতায়াত বন্ধ করেছিলাম। রোমে ফ্লাইট পরিচালনা করার জন্য যা যা করণীয় তাই ইতিমধ্যে আমরা করছি। এছাড়াও রুট পরিচালনা করার জন্য যে মার্কেট স্ট্র্যাটেজি করা প্রয়োজন সেটা আমরা করেছি।’

ঢাকা থেকে রোম ফ্লাইট কি সরাসরি হবে না ট্রানজিট হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আপাতত দুটি অপশন কে বিবেচনা করছি। হয়তো আমরা ঢাকা থেকে রোম সরাসরি যাব নয়তোবা ভায়া কোনো জায়গায় হয়ে যাব। রোমের ফ্লাইট আমরা ড্রিমলাইনার দিয়ে পরিচালনা করব।’

ট্রানজিট ফ্লাইট হলে সেটি কোন দেশে হবে জানতে চাইলে তিনি বলেন, স্টপ ওভারের ক্ষেত্রে আমরা দুইটি দেশকে বিবেচনা করছি। একটি হলো কুয়েত ও অন্যটি দুবাই আবুধাবি।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত