হোম > অর্থনীতি > করপোরেট

রাঙামাটিতে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধির কর্মসূচি চালু

ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশন রাঙামাটিতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সক্ষমতা বৃদ্ধি ও সচেতনতামূলক কর্মসূচি চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে পার্বত্য অঞ্চলের ১০০ জন সম্ভাবনাময় নারী উদ্যোক্তাকে দক্ষতা উন্নত করার পাশাপাশি জেলার বাইরেও তাঁদের ব্যবসা সম্প্রসারণ করতে সহায়তা করা হবে।

গতকাল সোমবার রাঙামাটিতে পর্যটন হোটেলে এক সংবাদ সম্মেলনে ওই প্রশিক্ষণ কর্মসূচি ঘোষণা করা হয়। ব্র্যাক ব্যাংক ও এসএমই ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন, ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন এবং এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় ব্র্যাক ব্যাংকের নারী উদ্যোক্তা সেলের প্রধান খাদিজা মারিয়মও উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন কর্মসূচি সম্পর্কে বলেন, ‘পার্বত্য অঞ্চলে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে পেরে আনন্দিত। এই অঞ্চলের নারীদের উদ্যোক্তা হওয়ার অপার সম্ভাবনা আছে।’

এসএমই ফাউন্ডেশন এসএমই উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের অনেক দিনের অংশীদার। ২০২২ সালে এই দুটি প্রতিষ্ঠান পাঁচটি জেলায় উদীয়মান নারী উদ্যোক্তাদের জন্য একটি নিবিড় গ্রুমিং কর্মসূচির আয়োজন করেছিল। একসঙ্গে তারা এই প্রশিক্ষণকে দেশের অন্য অঞ্চলে নিয়ে যেতে এবং নারী উদ্যোক্তাদের পূর্ণ সম্ভাবনা বিকশিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন

২০২৫ সালে নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

জেসিআই ঢাকা হেরিটেজের নতুন নির্বাহী কমিটি ঘোষণা

চট্টগ্রামে ওয়ালটন পণ্যের ক্রেতাদের হাতে উপহার হস্তান্তর

কক্সবাজারে এমজিআইয়ের বার্ষিক সেলস কনফারেন্স

ষষ্ঠবারের মতো এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ডিবিএল গ্রুপ

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি