হোম > অর্থনীতি > করপোরেট

ঈদ ক্যাম্পেইনে ক্লেমন ‘লেমন নিনজা’

ঈদ মানেই খুশি,  ঈদ মানেই আনন্দ। ঈদের এই খুশিকে দ্বিগুণ করতে ক্লেমন নিয়ে এলো দারুণ একটি ডিজিটাল কনটেস্ট ‘লেমন নিনজা’। ক্লেমন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও বাংলাদেশের জনপ্রিয় ক্লিয়ার ড্রিংক। ঈদসহ যেকোনো বড় উৎসবে ক্লেমন হাজির হয় মজার মজার সব কনটেস্ট নিয়ে। এই ঈদুল আজহাতেও তার ব্যতিক্রম হয়নি। 

‘লেমন নিনজা’ মূলত একটি ডিজিটাল গেম। গেমটি খেলতে ভিজিট করতে হবে লিংকে এবং নাম, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশে ক্লিয়ার ড্রিংক-এর মধ্যে ক্লেমন-এ লেমনের পরিমাণ বেশি। তাই ক্লেমন-এর ট্যাগ লাইন ক্লিয়ারলি লেমন ড্রিংক। ক্লেমন-এর এই ফিচারের ওপর ভিত্তি করে ‘লেমন নিনজা’ গেমটি সাজানো হয়েছে। বেশি বেশি লেমন স্লাইস করলে ক্লেমনের বোতলটি ফিল-আপ হবে এবং এভাবেই গেমটি এগিয়ে যাবে। 

এই ক্যাম্পেইনটি পরিচালনায় আছেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্লেমন-এর আগের কনটেস্টগুলোর মত এই কনটেস্টেও সবাই অংশগ্রহণ করবে এবং আগের মতো ভালোবাসা দিয়ে ক্লেমন-এর পাশে থাকবে বলেই আকিজ ফুড অ্যান্ড বেভারেজ-এর কর্তৃপক্ষ আশা রাখেন। 

ক্লেমন প্রেজেন্টস ‘লেমন নিনজা’ কনটেস্টটি গত ২৩ জুন থেকে শুরু হয়েছে এবং ইতোমধ্যে ভোক্তাদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। কনটেস্টটি চলবে আগামী ৫ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতার ফলাফল, বিজয়ীদের নাম ও কনটেস্টের অন্যান্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই পেইজে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত