হোম > অর্থনীতি > করপোরেট

এশিয়ার তিনটি নতুন গন্তব্যে ফ্লাইট শুরু করছে এমিরেটস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এমিরেটস এয়ারলাইন। ফাইল ছবি

বৈশ্বিক নেটওয়ার্ক আরও বিস্তৃত করার লক্ষ্যে এশিয়ার নতুন তিনটি গন্তব্যে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে এমিরেটস এয়ারলাইন। নতুন গন্তব্যগুলোতে ফ্লাইট চালু হলে এশিয়ার ২৪টি গন্তব্যে এমিরেটসের সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা ২৬৯ টিতে উন্নীত হবে।

আগামী ২ জুন থেকে ভিয়েতনামের ডা-নাংয়ে সপ্তাহে চারটি এবং ৩ জুন থেকে কম্বোডিয়ার সিয়েম রীপে তিনটি সাপ্তাহিক ফ্লাইট পরিচালিত হবে। এই ফ্লাইটগুলো ভায়া ব্যাংকক চলাচল করবে। পরে আগামী ১ জুলাই দুবাই থেকে চীনের শেনঝেনে দৈনিক বিরতিহীন এমিরেটসের ফ্লাইট চলাচল করবে।

শেনঝেন চীনের মূল ভূখণ্ডে এমিরেটসের চতুর্থ গেটওয়ে, ডা-নাং ভিয়েতনামের তৃতীয় এবং সিয়েম রীপ কম্বোডিয়ায় দ্বিতীয়।

২০০২ সালে সাংহাইয়ে ফ্লাইট শুরুর মাধ্যমে এমিরেটস প্রথম এয়ারলাইন হিসেবে মধ্যপ্রাচ্যের সঙ্গে চীনের মূল ভূখণ্ডকে সরাসরি ফ্লাইটের মাধ্যমে যুক্ত করে। বর্তমানে এয়ারলাইনটি বেইজিং, সাংহাই ও গুয়াংজুতে নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটস প্রতি সপ্তাহে চীনের মূল ভূখণ্ড থেকে দুই হাজার টন কার্গো পরিবহন করে থাকে।

ভিয়েতনামে এমিরেটসের তৃতীয় গন্তব্য ডা-নাং। বর্তমানে হ্যানয় ও হো চি মিন সিটিতে নিয়মিত চলাচল করছে এয়ারলাইনটি। প্রতি সপ্তাহের সোম, বুধ, শুক্র ও রবিবার ভায়া ব্যাংকক ফ্লাইটটি পরিচালিত হবে। অন্যদিকে, কম্বোডিয়ার সিয়েম রীপে প্রতি মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ভায়া ব্যাংকক ফ্লাইট পরিচালনা করা হবে।

এমিরেটসের ২৪টি কোডশেয়ার এবং ইন্টারলাইন পার্টনার চুক্তির অধীনে ভায়া শেনঝেন, ডা-নাং, সিয়েম রীপ অথবা ব্যাংকক যাত্রীরা বিভিন্ন গন্তব্যে সুবিধাজনকভাবে ভ্রমণ সুবিধা পাবেন।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ