স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড রাঁধুনীর উদ্যোগে চার নারীকে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০২২’ দেওয়া হয়েছে। সাংবাদিকতা, সমাজকল্যাণ, ব্যবসায় উদ্যোগ এবং ক্রীড়াক্ষেত্রে অভাবনীয় কীর্তি গড়ায় তাঁদের এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পাওয়া চার নারী হলেন—নাজমুন নাহার রীনা, রেহানা পারভীন, লাবনী ইয়াসমিন ও সেলিনা আক্তার। নাজমুন নাহার রীনাকে ‘কীর্তিমতী উদ্যোক্তা সম্মাননা’, রেহানা পারভীনকে ‘কীর্তিমতী ক্রীড়াবিদ সম্মাননা’, লাবনী ইয়াসমিনকে ‘কীর্তিমতী সাংবাদিক সম্মাননা’ ও সেলিনা আক্তারকে ‘কীর্তিমতী হিতৈষী সম্মাননা’ দেওয়া হয়েছে।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা-২০২২’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।
তিনি বলেন, ‘ছেলেদের আমরা যে রকম সুযোগ-সুবিধা দিই মেয়েদের সেভাবে দিতে পারিনি। কিন্তু আমাদের ছেলেরা এখনো এশিয়া কাপ জিততে পারেনি। মেয়েরা জিতে দেখিয়েছে। ফুটবলেও মেয়েরা ভালো করছে। আমি ছেলেদের খেলা দেখি না। মেয়েদেরটা দেখি।’
দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম. এ. মালেক বলেন, ‘গণমাধ্যমের সংখ্যার সঙ্গে নারী সাংবাদিকের সংখ্যাও বেড়েছে। বিশ্ববিদ্যালয়ে প্রতিবছর সাংবাদিকতা বিভাগে নারীদের অংশগ্রহণও বাড়ছে। তাঁদের এ অগ্রযাত্রাকে আমাদের ধরে রাখতে হবে। তাদের অংশগ্রহণ আরও বাড়াতে আমাদের কাজ করতে হবে। নারীকে এগিয়ে এসে তাঁর নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে।’