হোম > অর্থনীতি > করপোরেট

ব্র্যাক ব্যাংকের ভার্চুয়াল অ্যাকাউন্ট ও ভার্চুয়াল ডেবিট কার্ড চালু

বিজ্ঞপ্তি

ব্র্যাক ব্যাংক প্রথমবারের মতো ভিসা প্লাটিনাম ভার্চুয়াল ডেবিট কার্ড প্রযুক্তিসক্ষম ভার্চুয়াল অ্যাকাউন্ট চালু করেছে। এটি প্রচলিত প্লাস্টিক কার্ডের পরিবর্তে একটি নিরাপদ ও পরিবেশবান্ধব সল্যুশন হিসেবে কাজ করবে।

এই নতুন ভার্চুয়াল কার্ডে নেই চুরি কিংবা হারানোর ঝুঁকি। গ্রাহকরা অনলাইন প্ল্যাটফর্মে বাংলা ও বিকাশ কিউআর-সহ মোবাইল অ্যাপের মাধ্যমেও লেনদেন করতে পারবেন। এছাড়াও, এই কার্ড দিয়ে ব্র্যাক ব্যাংকের যেকোনো এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করা যাবে।

বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি সুবিধাজনক সল্যুশন। কারণ, প্রবাসীরা ই-কেওয়াইসি (e-KYC) প্রযুক্তি ব্যবহার করে বিদেশে বসেও ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং তাৎক্ষণিকভাবে সকল প্রয়োজনীয় ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন।

গ্রাহকরা এই অ্যাকাউন্টের সাথে ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে সহজেই ভার্চুয়াল ডেবিট কার্ড ব্যবহার করে ব্যাংকটির আধুনিক ও ঝামেলাহীন ডিজিটাল ব্যাংকিং সেবা নিতে পারবেন।

যারা ফিজিক্যাল কার্ড বহন না করেই নিরাপদ ও স্মার্ট ব্যাংকিং সেবা উপভোগ করতে চান, তাঁদের কাছে এবং বিশেষ করে প্রযুক্তিপ্রেমী তরুণ প্রজন্মের কাছে এই কার্ডটি বেশ আকর্ষণীয় হয়ে উঠবে বলে বিশ্বাস করে ব্যাংকটি।

ব্র্যাক ব্যাংকের গ্রাহকরা এই কার্ড ব্যবহার করে মাল্টিকারেন্সি ট্রানজ্যাকশনও করতে পারবেন। এই কার্ড ব্যবহার করে তাঁরা প্রচলিত ব্যাংকিং নিয়ম মেনে আন্তর্জাতিক ই-কমার্স পেমেন্ট ও বাংলাদেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন সার্ভিস উপভোগ করার সুযোগ পাবেন।

এছাড়াও, লেনদেনের ভিত্তিতে গ্রাহকরা এখানে রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সুযোগ পাবেন, যা তাঁদের ব্যাংকিং অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

ব্র্যাক ব্যাংকের এই উল্লেখযোগ্য পদক্ষেপ এবং আধুনিক ব্যাংকিং সেবা সম্পর্কে ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, “আমাদের ভার্চুয়াল অ্যাকাউন্ট ও ভার্চুয়াল ডেবিট কার্ড গ্রাহকদের ব্যাংকিং সেবা আরও উন্নত করবে। এখানে প্রচলিত অ্যাকাউন্ট ও প্লাস্টিক কার্ডের সকল সুবিধা বিদ্যমান থাকার পাশাপাশি গ্রাহকদের কার্ডের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করবে। একটি গ্রাহককেন্দ্রিক ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় উদ্ভাবনী ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের জন্য নিরাপদ ও উপভোগ্য ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ”

উল্লেখ্য, নতুন গ্রাহকরা ই-কেওয়াইসি পোর্টালের মাধ্যমে ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্ট খুলে ভার্চুয়াল ডেবিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যারা ইতিমধ্যে ব্র্যাক ব্যাংকের গ্রাহক আছেন, তাঁরা এই কার্ড পেতে হলে তাঁদের সেভিংস অ্যাকাউন্টকে ভার্চুয়াল সেভিংস অ্যাকাউন্টে রূপান্তর করতে হবে, অথবা নতুন আরেকটি ভার্চুয়াল অ্যাকাউন্ট খুলতে হবে।

সফলভাবে অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে গ্রাহকরা ‘আস্থা’ অ্যাপে লগইন করলে সেখানে তাঁদের ভার্চুয়াল ডেবিট কার্ডটি দেখতে পাবেন। পরবর্তীতে অ্যাপের মাধ্যমে বা ব্র্যাক ব্যাংকের কল সেন্টারে (১৬২২১) যোগাযোগ করে কার্ডটি অ্যাক্টিভেট করতে হবে।

এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য গ্রাহকরা নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখায় যোগাযোগ করতে পারেন বা ব্যাংকের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, অথবা ২৪ / ৭ কল সেন্টারে ১৬২২১ নম্বরে ফোন করতে পারেন।

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক