হোম > অর্থনীতি > করপোরেট

স্টার্টআপ বাংলাদেশ বিনিয়োগ করল হিসাব টেকনোলজিসে

আইসিটি বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড বিনিয়োগ করেছে হিসাব টেকনোলজিস লিমিটেডে। ‘হিসাব’-এর অ্যাপ ব্যবহারকারীদের ইন্টারনেট সংযোগ, স্মার্টফোন অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল সাক্ষরতার প্রয়োজনীয়তা দূর করে যেকোনো ফোন থেকে সহজ ভয়েস কমান্ডের মাধ্যমে অনায়াসে প্রযুক্তি ব্যবহার করতে সহায়তা করে। 

দুই কোটি টাকা বিনিয়োগের লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্টার্টআপ বাংলাদেশের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন, স্টার্টআপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদসহ হিসাব-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জুবায়ের আহমেদ, সহ-প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ফায়াদান হোসাইন এবং সহ-প্রতিষ্ঠাতা ও হেড অব আইআর মিও আহমেদ। 
 
 ‘হিসাব’ ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া এবং এআরআইপিও অঞ্চলসহ ২৩টি দেশে ৩০ টিরও বেশি পেটেন্টসহ জেনারেটিভ এআই এবং টেলিফোনি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক দ্বারা পরিচালিত কথোপকথনমূলক এআই ব্যবহার করে তাদের ব্যবসা সম্প্রসারণ করেছে। 

হিসাব শিগগিরই ক্ষুদ্রঋণ শিল্পে ৮ মিলিয়ন ব্যবহারকারীকে তাদের কাঙ্ক্ষিত আর্থিক সেবাগুলো স্বয়ংক্রিয় করার লক্ষ্যে হিসাব-এর কথোপকথনমূলক এআই ব্যবহার করতে সহায়তা করবে। হিসাব ‘হাইপে’ চালু করার জন্য শীর্ষস্থানীয় ব্যাংক ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানসমূহের সঙ্গে অংশীদারত্ব করছে যা ব্যবহারকারীদের টেলিফোন কথোপকথনের মাধ্যমে অর্থ পাঠাতে সহায়ক ভূমিকা পালন করবে। 

হিসাবের কল সেন্টার সলিউশন বর্তমানে সরকারি হেল্পলাইন ‘333 ’–এর সঙ্গে পাইলটিং করা হচ্ছে, গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করেন। হিসাব জাপানে, বৃহত্তম ইলেকট্রিক কোম্পানি টেপকো ও ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সঙ্গে কাজ করছে। হিসাব বাংলাদেশের এসএমইগুলোকে স্বয়ংক্রিয় করার জন্য একটি স্থানীয় এফএমসিজি কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। 

এ উপলক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেন, ‘উদ্ভাবনে হিসাব-এর দক্ষতা বাংলাদেশ এবং অন্যান্য উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়নের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী প্রভাব রাখছে এবং এসব দেশে এটি মেধা সম্পত্তির মালিক। এটি বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয় যে, বিশ্বে নেতৃত্বদানকারী টেকনোলজির অন্যতম এ টেলিফোনি আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বাংলাদেশ থেকে উদ্ভূত।’ 

স্টার্টআপ বাংলাদেশের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, হিসাবের সেবা ব্যবহার করতে কোনো স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ বা মোবাইল অ্যাপ ডাউনলোডের এবং ডিজিটাল সাক্ষরতার প্রয়োজন হয় না, এটি নাগরিকদের জন্য তথ্য এবং সেবাসমূহ অ্যাকসেসের বিপ্লব ঘটাতে প্রস্তুত।’

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক