হোম > অর্থনীতি > করপোরেট

স্ট্যান্ডআপ কবিতার প্ল্যাটফর্ম ‘অতঃপর শব্দায়ন’ ও গোয়েথে ইনস্টিটিউট বাংলাদেশের সমঝোতা

বিজ্ঞপ্তি

বাংলা ভাষায় স্ট্যান্ডআপ কবিতা পাঠ ও উপস্থাপনের নতুন প্ল্যাটফর্মের যাত্রা শুরু করতে যাচ্ছে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক ভিজ্যুয়াল প্ল্যাটফর্ম অতঃপর শব্দায়ন। ‘শব্দায়ন- অ্যা স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’ নামের প্ল্যাটফর্মটি সম্প্রতি গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ এবং অতঃপর শব্দায়ন–এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

গত ২৫ জুন গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ-এর প্রধান কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। এ সময় দুই প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ-এর পরিচালক ফ্রাঙ্ক ভের্নার, প্রজেক্ট কো-অর্ডিনেটর অ্যান্ড অফিসার (প্রেস অ্যান্ড পাবলিক রিলেশন্স) শারমীন সোমা, অতঃপর শব্দায়ন–এর চিফ ভিশনারী অফিসার (সিভিও) যোবায়ের শাওন, ডিরেক্টর অপারেশন রিংকু রাহী, ডিরেক্টর বিজনেস ডেভলপমেন্ট সাদাব হাশমিসহ প্রমুখ।

চুক্তি অনুযায়ী, আগামী ২৬ আগস্ট গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ-এর অডিটরিয়ামে ‘শব্দায়ন- এ স্ট্যান্ডআপ পোয়েট্রি প্ল্যাটফর্ম’ উদ্যোগের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করবে গোয়েথে-ইনস্টিটিউট বাংলাদেশ। ঢাকায় উদ্বোধনের পর, এই কার্যক্রমটি অতঃপর শব্দায়নের উদ্যোগে এবং স্থানীয় বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক কেন্দ্র এবং কবিতা সংঠনগুলোর সহযোগিতায় দেশের বিভাগীয় শহর ও অন্যান্য স্থানে পর্যায়ক্রমে আয়োজিত হবে।

‘শব্দায়ন’-প্ল্যাটফর্মটি একটি চলমান সাহিত্যচর্চা ও কবিতা আন্দোলন, যার লক্ষ্য কবিতার মূর্ছনা পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়া। এই কার্যক্রমের মধ্য দিয়ে কবিতা আবৃত্তি ও উপস্থাপনকে নতুনভাবে তুলে ধরার কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহারের যুগে তরুণ প্রজন্মকে কবিতা ও শিল্পচর্চায় আগ্রহী করতে এই উদ্যোগ কাজ করবে।

এ লক্ষ্যে উদ্বোধনী আয়োজনটি সমকালীন শিল্প-সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি লোকজ ধারা নিয়েও সাজানো হয়েছে। যেখানে দ্রোহ ও প্রেমের শব্দ এককণ্ঠে উচ্চারিত হয়ে সময়ের কথা বলবে, কবিতার কথা বলবে। কবিতার সঙ্গে যুক্ত হবে আবহ সঙ্গীত, লোকঐতিহ্য ও ভাব-ব্যঞ্জনামূলক নৃত্য। উদ্বোধনী সন্ধ্যায় পরিবেশিত হবে খ্যাতনামা কবি এবং শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।

উত্তরা ব্যাংকের ২৫০তম শাখার উদ্বোধন

প্রশান্ত মহাসাগরে দুই প্রকল্পের অনুমোদন দিল এডিবি-বিশ্বব্যাংক

মেট্রো রেলস্টেশনে ৯টি সুপারস্টোর চালু করবে এমজিআই

জনতা ব্যাংক পিএলসির ৮৬৬তম বোর্ড সভা অনুষ্ঠিত

রূপালী ব্যাংক পরিচালনা পর্ষদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

বিশিষ্ট শিল্পপতি মো. আবদুর রশিদ ভূঁইয়ার মৃত্যুতে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের শোক

যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলাদেশি উপাচার্য ওসামা খান

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপে যোগ হলো সম্পূর্ণ ভয়েস-চালিত সেবা

মেট্রোরেল ও অ্যানেক্স কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর

এশিয়া সাসটেইনেবিলিটি রিপোর্টিং রেটিং অ্যাওয়ার্ড পেল এনআরবিসি ব্যাংক