হোম > অর্থনীতি > করপোরেট

শিক্ষার্থীদের মেধা বিকাশে সনি-স্মার্টের ব্যতিক্রমী আয়োজন

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার নরিমপুর এলাকার স্মার্ট একাডেমির ৩০ জন শিক্ষার্থীকে সম্প্রতি ঢাকায় শিক্ষা সফরে আনা হয়। এসব খুদে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ব্যতিক্রমী এই আয়োজন করেছে বাংলাদেশে জাপানের সনির প্রাতিষ্ঠানিক পরিবেশক স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেড, যা সনি-স্মার্ট নামেও পরিচিত। 

গত শনিবার শিক্ষার্থীদেরকে রাজধানীর উত্তরা স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণ করানো হয়। এদিন ভোর ৬টায় লক্ষ্মীপুরের নরিমপুরের স্মার্ট একাডেমি থেকে একটি স্কুল বাস শিক্ষার্থীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে ১০টার দিকে মেট্রোরেলে চড়ে শিক্ষার্থীরা উত্তরা থেকে আগারগাঁও পৌঁছায়। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হয় রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে। সেখানে গিয়ে শিক্ষার্থীরা তথ্য প্রযুক্তির নানা পণ্যের সঙ্গে পরিচিত হয়। 

ওইদিন দুপুরে সনি-স্মার্টের প্রধান কার্যালয়ের সামনে দাঁড়িয়ে দেশপ্রেমের দীক্ষা নিতে স্মার্ট একাডেমির শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশের জাতীয় সংগীত ও একটি দেশাত্মবোধক গানে সুর মেলান স্মার্ট টেকনোলজিসের কর্মকর্তারা। এ সময় স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মো. মাজহারুল ইসলাম, সনি-স্মার্টের পরিচালক মো. তানভীর হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। 

স্মার্ট টেকনোলজিসের ক্যাফেটেরিয়ায় শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্নভোজের পর শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে। এরপর সন্ধ্যায় শিক্ষার্থীরা ফিরে যায় স্মার্ট একাডেমিতে। 

এ বিষয়ে স্মার্ট টেকনোলোজিস্ (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক গড়ে তোলার লক্ষ্যে লক্ষ্মীপুরের স্মার্ট একাডেমিতে বিশেষ যত্ন ও শিক্ষায় বেড়ে উঠছে কোমলমতি শিক্ষার্থীরা। তাদের এই পথচলাকে আরও বাস্তবসম্মত করতেই এই শিক্ষা সফরের ব্যবস্থা করেছি আমরা। আশা করছি, এই সফর শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে বেড়ে উঠতে সহায়ক হবে।’

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’