হোম > অর্থনীতি > করপোরেট

নগদের ব্যবস্থাপনা পর্ষদ পুনর্গঠন করল বাংলাদেশ ব্যাংক

আজকের পত্রিকা ডেস্ক­

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদের ব্যবস্থাপনা পর্ষদ পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। গত সোমবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠানটির সাত সদস্যের বোর্ড পুনর্গঠন করে ডাক বিভাগকে চিঠি দিয়ে তা অবহিত করেছে।

পূর্বতন ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান কাইজার এ চৌধুরীকেই নতুন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। পর্ষদের অন্য সদস্যরা হলেন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির অধ্যাপক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসরিয়াল ফেলো ড. নিয়াজ আসাদুল্লাহ, আগের ব্যবস্থাপনা পর্ষদের সদস্য হিসেবে থাকা পলিসি রিসার্চ ইনস্টিটিউট-পিআরআইয়ের গবেষণা পরিচালক ড. বজলুল হক খন্দকার ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন এসেছেন নতুন সদস্য হিসেবে। এ ছাড়া ডাক বিভাগের মহাপরিচালক ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ঋণ ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিবকে পদাধিকার বলে সদস্য করা হয়েছে।

পরিশোধ ও নিষ্পত্তিব্যবস্থা আইন-২০২৪-এর ১৮(৪) ধারায় অর্পিত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক নগদের ম্যানেজমেন্ট বোর্ড পুনর্গঠন করল।

এখন থেকে কর্মপরিকল্পনা ও কৌশলগত ব্যবস্থাপনা নির্ধারণের জন্য এই ব্যবস্থাপনা পর্ষদ কাজ করবে। তাদের অধীনেই বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসকের মাধ্যমে পরিচালিত হবে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ