হোম > অর্থনীতি > করপোরেট

টাঙ্গাইলে সিলেকশনসের শোরুম উদ্বোধন

বিজ্ঞপ্তি

টাঙ্গাইলে সিলেকশনসের শোরুম উদ্বোধন। ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজবশির গ্রুপের গৃহনির্মাণসামগ্রীর ব্র্যান্ডগুলোর এম্পোরিয়াম খ্যাত ‘সিলেকশনস’-এর নতুন শোরুম টাঙ্গাইলে চালু করা হয়েছে। গতকাল রোববার এ শোরুম উদ্বোধন করা হয়।

এক ছাদের নিচে গ্রাহকদের চাহিদা অনুযায়ী আকিজবশির গ্রুপের সব গৃহনির্মাণসামগ্রী ব্র্যান্ডের পণ্যকে সমাদৃত করতে ২০২২ সালের অক্টোবরে যাত্রা শুরু হয় ‘সিলেকশনস’ ব্র্যান্ডের। ইতিমধ্যে ঢাকার বনানী, চট্টগ্রামের আগ্রাবাদ অ্যাক্সেস রোড, সিলেটের মেন্দিবাগ ও পাটানটুলা, সাভারের শিমুলতলায় ফ্ল্যাগশিপ শোরুম চালু করে সুনাম অর্জন করেছে শিল্পপ্রতিষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবার টাঙ্গাইলের কেয়া হল রোডে চালু হলো এই নতুন শোরুম। এই ফ্ল্যাগশিপ শোরুমে থাকছে সিরামিক টাইলস, স্যানিটারিওয়্যার, বাথওয়্যার, টেবিলওয়্যার, বোর্ড এবং ডোরের বিশাল সম্ভার।

গতকাল রোববার শোরুমের উদ্বোধন করেন চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, আকিজবশির গ্রুপ, সম্মানিত বিজনেস অ্যাসোসিয়েট মো. সালাহউদ্দিন লাবলু এবং আকিজ সিরামিকসের জেনারেল ম্যানেজার, সেলস, মোহাম্মদ আশরাফুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও আকিজবশির গ্রুপের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘সিলেকশনস ব্র্যান্ড এক ছাদের নিচে আকিজবশির গ্রুপের গৃহনির্মাণসামগ্রীর প্রিমিয়াম ব্র্যান্ডগুলোর পণ্য সরবরাহ করে থাকে। ক্রেতাদের সুবিধার্থে আমরা এবার টাঙ্গাইলে এই ফ্ল্যাগশিপ শোরুমটির শুভ উদ্বোধন করেছি। এখানে ক্রেতারা টাইলস, স্যানিটারিওয়্যার, ফসেট, বোর্ড এবং ডোরের সেরা পণ্যগুলো সহজেই পেয়ে যাবেন।’

‘সিলেকশনস’-এর আরও বেশ কয়েকটি শোরুম স্থাপনের মাধ্যমে আকিজবশির গ্রুপ দেশের আরও বিস্তৃত অঞ্চলে তাদের বিশ্বমানের পণ্য এবং সেবা পৌঁছে দেওয়ার আশা প্রকাশ করছে।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত