হোম > অর্থনীতি > করপোরেট

আইইউবিএটি ও কেজিএফের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর: কৃষি গবেষণা ও উন্নয়নে নতুন অংশীদারত্ব

বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

কৃষি গবেষণা, একাডেমিক সহযোগিতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ও কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) গতকাল মঙ্গলবার (৮ জুলাই) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আইইউবিএটি কনফারেন্স হলে এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠিত হলো।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব ও কেজিএফের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা, গবেষক ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইইউবিএটির পক্ষে বক্তব্য দেন কোষাধ্যক্ষ ও পরিচালক (প্রশাসন) অধ্যাপক সেলিনা নার্গিস, কৃষি অনুষদের অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়া, কৃষি অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম সিরাজুল করিম, মিয়ন গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সজল সাহা এবং কৃষি অনুষদের সহযোগী অধ্যাপক ও সমন্বয়কারী ড. মোহাম্মদ রেজাউল করিম। কেজিএফের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র স্পেশালিস্ট (ক্লাইমেট ও ন্যাচারাল রিসোর্সেস) ড. মো. মনোয়ার করিম খান ও নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার। এ ছাড়া আইইউবিএটির কৃষি অনুষদের অন্য শিক্ষকেরা ও কেজিএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আইইউবিএটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবদুর রব বলেন, ‘কৃষি খাতে টেকসই উন্নয়ন ও জাতীয় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে গবেষণা ও উদ্ভাবনে যৌথ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এ ধরনের একাডেমিক ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

কেজিএফের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকার বলেন, আইইউবিএটির সঙ্গে এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও দৃঢ় হবে। আইইউবিএটিতে কৃষি গবেষণার যে সম্ভাবনা রয়েছে, তা এই অংশীদারত্বের মাধ্যমে আরও সম্প্রসারিত হবে। এখন থেকে আইইউবিএটির শিক্ষকেরা কেজিএফের বিভিন্ন গবেষণা অনুদানের জন্য আবেদন করতে পারবেন, যা দেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই অংশীদারত্বের মাধ্যমে যৌথ গবেষণা প্রকল্প, কৃষি প্রযুক্তি হস্তান্তর, একাডেমিক বিনিময় ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে, যা বাংলাদেশের কৃষি খাতকে এগিয়ে নিতে সহায়ক হবে এবং কৃষি উন্নয়নে টেকসই অগ্রগতির পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে।

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক