ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএবি) পক্ষ থেকে সার্টিফিকেট অব মেরিট পুরস্কার পেয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি।
২০২৩ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য সার্টিফিকেট অব মেরিট পুরস্কার দেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বর রাজধানীর প্যান প্যাসেফিক সোনারগাঁ হোটেলে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিনের হাত থেকে কোম্পানির পক্ষে পুরস্কার নেন কোম্পানির চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান।