হোম > অর্থনীতি > করপোরেট

সেরা ব্রান্ডের সম্মান পেল ডিপ্লোমা

ছবি: বিজ্ঞপ্তি

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড ২০২৪-এ দেশ সেরা ফুল ক্রিম মিল্ক পাউডারের খেতাব জিতল ডিপ্লোমা ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার। এন সার্চ ও দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সেরা হিসেবে নির্বাচিত ডিপ্লোমা।

ঘন, মিষ্টি ক্রিমের স্বাদে সবাইকে মাতিয়ে ডিপ্লোমা এখন ঘরে ঘরে সবার প্রিয়। এন সার্চ ও দ্য ডেইলি স্টারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে সেরাদের সেরা হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দিত ডিপ্লোমা পরিবারের সকলেই।

ঘন, মিষ্টি ক্রিমের স্বাদে সবাইকে মাতিয়ে ডিপ্লোমা এখন ঘরে ঘরে সবার প্রিয় বলে জানান কর্মকর্তারা। তাঁরা জানান, এই অর্জন শুধু ডিপ্লোমার নয়, আপনাদের সবার। যারা ডিপ্লোমাকে বিশ্বাস করে এত দূর নিয়ে এসেছেন—এই সাফল্যে সকল ভোক্তা, পার্টনার এবং শুভাকাঙ্ক্ষী অবদান অনস্বীকার্য। আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং অবিচল সমর্থনই এনে দিয়েছে এই সাফল্য। আরও সুস্বাদু ও মিষ্টি অভিজ্ঞতা দিতে ডিপ্লোমা চিরকাল প্রতিশ্রুতিবদ্ধ।

১৯৯২ সাল থেকেই ডিপ্লোমা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সেরা মানের ফুল ক্রিম মিল্ক পাউডার। নিউজিল্যান্ডের বিশ্বখ্যাত দুগ্ধ প্রতিষ্ঠান ফন্টেরা থেকে আসা ডিপ্লোমার বিশেষ ফর্মুলা ডিপ্লোমা মিল্ক পাউডারকে দেয় এক অনন্য স্বাদ যা বছরের পর বছর ধরে মুগ্ধ করে আসছে দেশের মানুষকে।

শুধু স্বাদ নয়, পুষ্টিগুণেও ভরপুর ডিপ্লোমা। প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস সমৃদ্ধ ডিপ্লোমা সবার সুস্বাস্থ্যের খেয়ালও রাখে। ‘ডিপ্লোমা মিষ্টি লড়াই’-এর মতো আয়োজনে মিষ্টি প্রেমীদের উৎসাহিত করে ডিপ্লোমা খুলে দিচ্ছে নতুন নতুন সম্ভাবনার দুয়ার।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত