হোম > অর্থনীতি > করপোরেট

স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন অনুষ্ঠিত

গত ৩০ জানুয়ারি কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০২৩। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সম্মেলন শুরু হয়। 

সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। ২০২৩ সালে সাফল্য অর্জনের জন্য তিনি প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান। পাশাপাশি ২০২৪ সালে নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশনা দেন।

সম্মেলনে ২০২৩ সালের সার্বিক সাফল্য এবং ২০২৪ সালের সামগ্রিক কর্মপরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা আলোচনা করা হয়। 

পরিশেষে ২০২৩ সালের সেরা সাফল্য অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। প্রথমবারের মতো পরিবারের সদস্যদের উপস্থিতিতে সেরা সাফল্য অর্জনকারীরা পুরস্কার গ্রহণ করেন। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিভিশনের পরিচালক মোহাম্মদ আতিকুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, কবির রেজা (এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাকাউন্টস এবং ফিন্যান্স), মোহাম্মদ জাহাঙ্গীর আলম (এক্সিকিউটিভ ডিরেক্টর, ফিন্যান্স এবং স্ট্র্যাটেজি) এবং স্কয়ার ফার্মার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারা দেশ থেকে স্কয়ার ফার্মার মেডিকেল প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত