হোম > অর্থনীতি > করপোরেট

এমিরেটসে যুক্ত হচ্ছে এয়ারবাস এ৩৫০, প্রশিক্ষণে বিনিয়োগ ৪৮ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খুব শিগগিরই এমিরেটস বহরে যুক্ত হতে যাচ্ছে সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০। উড়োজাহাজগুলো পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পাইলট ও কেবিন ক্রু প্রশিক্ষণের কাজ শুরু করেছে এয়ারলাইনটি। এ জন্য প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম বাবদ ব্যয় হচ্ছে ৪৮ মিলিয়ন মার্কিন ডলার।

প্রশিক্ষণ সরঞ্জামগুলোর মধ্যে থাকছে পাইলট সাপোর্ট সিস্টেমসহ (পিএসএস) তিনটি ফুল ফ্লাইট সিমুলেটর, একটি ফিক্সড বেইজড ট্রেইনিং ডিভাইস, একটি কেবিন ইমার্জেন্সি ইভাক্যুশন ট্রেইনার এবং একটি ডোর ট্রেইনার। প্রশিক্ষণের সর্বোচ্চ কার্যকারিতা নিশ্চিত করতে এমিরেটস নিজের উদ্যোগে নিজস্ব স্থাপনায় পিএসএসগুলো তৈরি করেছে। প্রশিক্ষণ সেশনগুলোতে যথাসম্ভব বাস্তব অভিজ্ঞতা প্রদানে ফ্লাইট ডেকের অনুকৃতির সঙ্গে অডিও-ভিজুয়াল সিস্টেম ব্যবহৃত হবে।

এমিরেটস ইতিমধ্যে এ৩৫০ উড়োজাহাজের জন্য ৩০ জন পাইলট এবং ৮২০ জন কেবিন ক্রুর প্রশিক্ষণ সম্পন্ন করেছে। নভেম্বরের শেষ নাগাদ আরও ৫০ জন পাইলট এ৩৫০ ফুল-ফ্লাইট সিমুলেটরের প্রশিক্ষণ সম্পন্ন করবে।

এমিরেটসের ভবিষ্যৎ উড়োজাহাজের জন্য ৬৫টি এয়ারবাস এ৩৫০ এবং বিভিন্ন ধরনের ২০৫টি বোয়িং ৭৭৭-এক্স অর্ডার করেছে।

চলতি বছরেই এমিরেটস তাদের আধুনিক পাইলট প্রশিক্ষণ স্থাপনা চালুর জন্য সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে। ৬৩ হাজার ৩১৮ বর্গফুট আয়তনের এই স্থাপনায় এ৩৫০ এবং ৭৭৭-এক্স উড়োজাহাজের জন্য ৬টি ফুল ফ্লাইট সিমুলেটর বে থাকছে। এমিরেটসের সকল পাইলট প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে মোট ১৭টি ফুল ফ্লাইট সিমুলেটর পাওয়া যাবে, যেখানে বৈমানিকেরা তাদের দক্ষতা উন্নয়নের জন্য বছরে ১ লাখ ৩০ হাজারের অধিক ঘণ্টা প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত