হোম > অর্থনীতি > করপোরেট

নগদ-রকমারি অনলাইন বইমেলা চলবে আরও ১ মাস

বাংলা একাডেমি আয়োজিত একুশে বইমেলা শেষ হলেও পাঠকের হতাশ হওয়ার কারণ নেই। অনলাইনে আরও এক মাস চলবে নগদ-রকমারি অনলাইন বইমেলা। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অনলাইন বইমেলা চলবে ৩১ মার্চ পর্যন্ত। 

রকমারির ওয়েবসাইট থেকে পছন্দমতো বই অর্ডার করে ছাড় দেওয়া মূল্যের ওপর নগদের মাধ্যমে পেমেন্ট করলেই গ্রাহকেরা পাবেন আরও ২১ শতাংশ তাৎক্ষণিক ক্যাশব্যাক। বইপ্রেমীরা যেন তাঁদের পছন্দের বই বেশি লাভে কিনতে পারেন, সে জন্যই এই অফার। ২১ শতাংশ ক্যাশব্যাক অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে বইপ্রেমীরা অফারটি উপভোগ করতে পারবেন একাধিকবার। 

রকমারি কর্তৃপক্ষ জানাচ্ছে এই অনলাইন বইমেলায় আয়োজনে বিপুল সাড়া পাচ্ছে তারা। তাদের পরিসংখ্যান বলছে, এ বছরের জানুয়ারির প্রথম ২০ দিনের তুলনায় ফেব্রুয়ারির প্রথম ২০ দিনে ৬৬ দশমিক ৭১ শতাংশ বেশি অর্ডার পেয়েছেন তাঁরা। গত বছরের ফেব্রুয়ারির সঙ্গে তুলনা করলে এই বছর অর্ডার বৃদ্ধি পেয়েছে ৮৬ দশমিক ২ শতাংশ। 

নগদ-রকমারি অফারের আওতায় গ্রাহকেরা কেবল রকমারির ওয়েবসাইট থেকে বই কিনে নগদের গেটওয়ের মাধ্যমে পেমেন্ট করলে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৭৫ টাকা এবং গোটা ক্যাম্পেইন চলা অবস্থায় সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত তাৎক্ষণিক ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। সে ক্ষেত্রে নগদ অ্যাপ অথবা ইউএসএসডি-এর (* 167 #) মাধ্যমে পেমেন্ট করলে ক্যাশব্যাক অফারটি প্রযোজ্য হবে না। গ্রাহকেরা অফারটি উপভোগ করতে চাইলে তাদের নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। 

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত