বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে আধুনিক সুবিধাসংবলিত দ্বিতল ‘স্বাধীনতা অডিটরিয়াম’ নির্মাণ করা হয়েছে। আজ মঙ্গলবার সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই অডিটরিয়াম উদ্বোধন করেন।
অডিটরিয়াম উদ্বোধন শেষে প্রধান অতিথি বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম ‘ডাইনামিকস অব বাংলাদেশ-ইন্ডিয়া ল্যান্ড বর্ডার ম্যানেজমেন্ট’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।
প্রধান অতিথি গবেষণার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ফ্যাকাল্টি মেম্বার এবং শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষের জন্য শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বক্তব্যে প্রধান অতিথি ব্যক্তি, সমাজ ও জাতি গঠনে শৃঙ্খলা, নৈতিকতা এবং দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করেন। বিইউপিকে আজকের এই অবস্থানে নিয়ে আসার জন্য বিইউপির প্রাক্তন ও বর্তমান সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
অনুষ্ঠানে বিইউপির ভাইস চ্যান্সেলর, সাবেক ভাইস চ্যান্সেলররা, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, বিইউপির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।