হোম > অর্থনীতি > করপোরেট

ভাইব্রেন্ট এখন বসুন্ধরা সিটিতে

বিজ্ঞপ্তি

গ্রাহকদের চাহিদা পূরণ এবং ব্যবসা প্রসারের অংশ হিসেবে ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট ঢাকার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বসুন্ধরা সিটিতে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সেলস সেন্টারের উদ্বোধন করেছে। আজ শনিবার (২৪ মে) বিকেলে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ভাইব্রেন্টের চিফ অপারেটিং অফিসার শেখ তানভীর তাপস। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার-পাবলিক রিলেশনস্ মো. কামরুল ইসলাম-সহ ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বল্প সময়ের মধ্যে ভাইব্রেন্ট নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। যাত্রা শুরুর পর থেকেই তারা গ্রাহকদের চাহিদা, রুচি, আধুনিকতা এবং ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে পুরুষ, মহিলা ও শিশুদের জন্য নিয়মিত আধুনিক ডিজাইনের জুতার কালেকশন নিয়ে আসছে। ভাইব্রেন্ট তাদের পণ্যের মান ও দামের দিকে বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা দিয়ে যাচ্ছে। তাদের সকল পণ্য নিজস্ব ফ্যাক্টরিতে উন্নত প্রযুক্তিতে তৈরি হয়।

প্রত্যেকটি শোরুমে জুতা ছাড়াও ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্র্যাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের পোশাকসহ অন্যান্য লাইফস্টাইল সামগ্রী পাওয়া যাচ্ছে। সকল আউটলেটে সহস্রাধিক ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল পণ্যের বিশাল সংগ্রহ রয়েছে।

নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে আগামী সোমবার (২৬ মে) পর্যন্ত যেকোনো পণ্যে ২০ শতাংশ ছাড় সুবিধা উপভোগ করা যাবে। বসুন্ধরা সিটির ৭ম তলায় এই নতুন শোরুমটির অবস্থান। যেকোনো সেবা পেতে ০১৭৪১৪০৬৮৪৪ নম্বরে যোগাযোগ করা যাবে।

ভাইব্রেন্ট যাত্রা শুরুর পর থেকে তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে। কার্যক্রমকে আরও গতিশীল করতে তারা ধারাবাহিকভাবে প্রত্যেকটি জেলা শহরে এবং এমনকি উপজেলা পর্যায়েও তাদের উপস্থিতি বিস্তারের পরিকল্পনা করেছে। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্ট তাদের পণ্য দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার জন্য প্রতিটি শোরুমে নগদ টাকা ছাড়াও ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে পণ্য কেনা যাবে। ইতিমধ্যে অনলাইনেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকদের জন্য সহজলভ্য করা হয়েছে।

আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদের জন্য মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিএসটিসি স্টুয়ার্ডশিপ অ্যাওয়ার্ড পেলেন ড. নূর মোহাম্মদ

ইবিএল ডিজিটাল এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেল ফুডি

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক