হোম > অর্থনীতি > করপোরেট

আইফোন ১৬ সিরিজে ভ্যালু ব্যাক অফার বাংলালিংকের

ছবি: সংগৃহীত

নতুন আইফোন ১৬ সিরিজে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে দেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক। বাংলালিংক ই-শপ ও বাংলালিংক কেয়ার সেন্টার থেকে আইফোন ১৬ সিরিজের স্মার্টফোন কেনার ক্ষেত্রে ৪৫ হাজার টাকা পর্যন্ত ভ্যালু ব্যাক অফার গ্রহণের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে ১২ হাজার মিনিট টকটাইম ও ৬০০ জিবি ডেটার বাৎসরিক বান্ডিল।

আইফোন ১৬ ব্যবহারের অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে প্রতিমাসে ৩০ দিন মেয়াদি ১ হাজার মিনিট টকটাইম ও ৫০ জিবি ডেটা পাবেন ব্যবহারকারী। এ ছাড়া, এই ভ্যালু ব্যাক অফারে আরও রয়েছে নির্ধারিত ব্যাংক অংশীদারের ক্ষেত্রে ২৫ হাজার টাকা ক্যাশব্যাক অথবা নির্ধারিত ব্যাংকের কার্ডে ক্রয়ের ক্ষেত্রে ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা অথবা নগদে ক্রয়ের ক্ষেত্রে ২৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড়।

একই সঙ্গে, এই অফার গ্রহণকারী ক্রেতারা ই-সিমে ফ্রি কনভারশন ও রোমিং রেজিস্ট্রেশন সুবিধাসহ বাংলালিংক অরেঞ্জ ক্লাবের সিগনেচার টায়ারে স্বয়ংক্রিয়ভাবে উন্নীত হওয়ার সুযোগ পাবেন। এই অফারটি নিশ্চিত করতে হলে ক্রেতাদের বাংলালিংক ই-শপ থেকে ২০ হাজার টাকা ডাউন-পেমেন্ট করতে হবে। অ্যাপলের সর্বশেষ ও সর্বাধুনিক প্রিমিয়াম পণ্যের যথাযথ ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের ডিজিটাল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতেই এই অফারটি নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে বাংলালিংকের মার্কেটিং অপারেশনস ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, ‘সেরা স্মার্টফোন ও নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের গুরুত্বপূর্ণ ক্রেতাদের জন্য বিশেষ সব অফার সহ আইফোন ১৬ সিরিজ নিয়ে আসতে পেরে অত্যন্ত উচ্ছ্বসিত। অসাধারণ সেবা এবং সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে ব্যবহারকারীদের সামগ্রিক ডিজিটাল অভিজ্ঞতা উন্নত করে তাঁদের ক্ষমতায়ন করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বাংলালিংক।’

গ্রাহকদের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ও ভ্যালু নিশ্চিতকরণ এবং ডিজিটাল অগ্রগতি ত্বরান্বিত করতে বাংলালিংক সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ। আরও বিস্তারিত জানতে বাংলালিংক ই-শপ ভিজিট করুন।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত