নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে বরিশালে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে এবি ব্যাংক পিএলসি। গতকাল মঙ্গলবার এ আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালা শেষে নারী উদ্যোক্তাদের মধ্যে সনদ ও স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ দেওয়া হয়। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বাংলাদেশ ব্যাংকের বরিশাল কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন এবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও এজেন্টরা।