হোম > অর্থনীতি > করপোরেট

র‍্যাংগস ইলেকট্রনিকসের ঈদ উৎসব অফারের আয়োজন

র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড (আরইএল) ঈদ উৎসব অফারের আয়োজন করেছে। আজ সোমবার রাজধানীর বাংলামোটরের সোনারতরী টাওয়ারের নিচতলায় নিজস্ব শোরুমে ঈদ উৎসব অফারের উদ্বোধন করা হয়েছে। অফারটি ১৫ই মার্চ থেকে সনি-র‍্যাংগস অনলাইন স্টোর ও দেশের সব শোরুম থেকে পাওয়া যাবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন, ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মিসেস বিনাছ হোসেন প্রমুখ।

নতুন এই অফারের আওতায় গ্রাহকেরা সনি টিভিতে ১ লাখ টাকা পর্যন্ত ছাড়, এলজি টিভি এবং রেফ্রিজারেটরে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক এবং র‍্যাংগস টিভিতে চার বছরের এক্সটেনডেড প্যানেল ওয়ারেন্টি উপভোগ করবেন। এ ছাড়া গ্রাহকেরা যেকোনো ব্র্যান্ডের এসি কিনলে ৩০ দিনের ট্রায়াল অফার পেতে পারেন। বীর মুক্তিযোদ্ধা, মসজিদ, মন্দির, গির্জা এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের জন্য কেনাকাটায় শতকরা ৫ ভাগ বিশেষ ছাড় থাকবে।

বাংলালিংক অরেঞ্জ ক্লাবের গ্রাহকদের জন্য যেকোনো পণ্যের জন্য এক্সক্লুসিভ অফারের পাশাপাশি রয়েছে শতকরা ৫ ভাগ বা সর্বোচ্চ ১ হাজার টাকা ছাড়ের সুবিধা। এ ছাড়া গ্রাহকেরা যেকোনো ব্র্যান্ডের পুরোনো অচল বা সচল এসি এক্সচেঞ্জ করলে নতুন এসিতে শতকরা ১০ ভাগ ছাড় পাবেন। পিডাব্লিউপি অফারেও গ্রাহক সনি সাউন্ডবারে শতকরা ১৫ ভাগ ছাড় পাবেন।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত