হোম > অর্থনীতি > করপোরেট

এই ঈদে ফার্স্টট্রিপ দিচ্ছে ভ্রমণে বিশাল ছাড়

আজকের পত্রিকা ডেস্ক­

এই ঈদে ভ্রমণের আনন্দ হবে দ্বিগুণ, কারণ ফার্স্টট্রিপ নিয়ে এসেছে ঈদ উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন ‘১০ দিন খুশির দিন’। দেশ বা বিদেশ যেদিকেই যাত্রা হোক, ফার্স্টট্রিপ দিচ্ছে চমৎকার সব অফার, অবিশ্বাস্য রেটে ফ্লাইট এবং দেশের যেকোনো প্রান্তে হোটেল বুকিং সুবিধা।

ফার্স্টট্রিপের মাধ্যমে আন্তর্জাতিক ফ্লাইটে মিলছে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত ছাড়। আর দেশের অভ্যন্তরে যেকোনো প্রান্তে ভ্রমণের জন্য ডোমেস্টিক ফ্লাইটেও থাকছে সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত ছাড়। এ ছাড়াও হোটেল বুকিংয়ে পাচ্ছেন সর্বোচ্চ ৬৭ শতাংশ ছাড়। এই অফার প্রযোজ্য হবে ২০ মে থেকে ১০ জুন পর্যন্ত, শুধু ফার্স্টট্রিপের ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে বুকিংয়ের ক্ষেত্রে।

ফার্স্টট্রিপের মার্কেটিং বিভাগের প্রধান মীর তাজমুল হোসেন বলেন, ‘ঈদ মানেই পরিবার এবং প্রিয়জনের সাথে আনন্দ, আর ঘোরাঘুরি। আমরা চাই এই আনন্দে ফার্স্টট্রিপের মাধ্যমে যেকোনো ফ্লাইট কিংবা হোটেল বুকিং হোক আরও সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য। তাই এই ঈদে আমরা দেশের ভ্রমণপিপাসু মানুষদের জন্য বিশেষ এই ছাড়ের ব্যবস্থা করেছি।’

এই ঈদের ১০ দিন ফার্স্টট্রিপের সঙ্গে আপনার আনন্দময় স্মৃতিগুলো হোক আরও রঙিন, আরও প্রাণবন্ত। ঈদের আনন্দ যাত্রাকে সহজ করতে ফার্স্টট্রিপ থেকে এখনই বুক করতে পারেন আপনার পছন্দের গন্তব্যের ফ্লাইট ও হোটেল।

ফার্স্টট্রিপের সঙ্গে ভাগ করে নিন ঈদের প্রতিটি আনন্দময় মুহূর্ত—যেখানে খুশি, সেখানে ভ্রমণ করুন নিশ্চিন্তে।

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় অনলাইন ট্রাভেল টেক প্রতিষ্ঠান ফার্স্টট্রিপ লিমিটেড কাস্টমারদের দিচ্ছে সহজ রিফান্ড, ঝামেলাহীন রি-ইস্যু সুবিধা এবং আকর্ষণীয় ইএমআই সুবিধাসহ হলিডেজ প্যাকেজ।

এই অফার পেতে এখনই ভিজিট করুন www.firsttrip.com অথবা ফার্স্টট্রিপ অ্যাপ ব্যবহার করুন। আপনার সব প্রয়োজনে ফোন-০৯৬১৩১৩১৪১৫ অথবা মেইল করুন-ask@firsttrip.com

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন