হোম > অর্থনীতি > করপোরেট

পশুর ভ্যাকসিন উদ্ভাবনে কাজ করবে শেকৃবি ও এলআরআই

পশু-প্রাণীর ভ্যাকসিন উদ্ভাবনে কাজ করবে শেকৃবি ও এলআরআই। ছবি: সংগৃহীত

পশু-প্রাণীর বিভিন্ন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট (এলআরআই)। এ উপলক্ষে আজ মঙ্গলবার শেকৃবি ও এলআরআইয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

আজ সকাল সাড়ে ১০টায় লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘রিস্ক ম্যানেজমেন্ট আন্ডার এইএসও ৯০০১’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়। শেকৃবির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়টির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের ডিন অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম ও লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালক মো. মোস্তফা কামাল এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম জানান, শেকৃবির শিক্ষকেরা, মাস্টার্স ও পিএইচডির গবেষকেরা লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের রিসোর্স ব্যবহার করে পশু-প্রাণীর বিভিন্ন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে একযোগে গবেষণা কার্যক্রম পরিচালনা করবেন। এতে করে পারস্পরিক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সহজ হবে। ফলে দুই প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায় গবেষণা কার্যক্রম আরও বেগবান হবে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য অধ্যাপক মো. আব্দুল লতিফ। এতে সভাপতিত্ব করেন এলআরআইয়ের পরিচালক মো. মোস্তফা কামাল।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আব্দুল লতিফ বলেন, দেশের বাইরে থেকে ভ্যাকসিন আমদানি করার ফলে সেসবের সঙ্গে বিভিন্ন রোগ জীবাণুও আমাদের দেশে প্রবেশ করে। ফলে নতুন নতুন রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। সে ক্ষেত্রে দেশেই সব ভ্যাকসিন উৎপাদন করা জরুরি হয়ে পড়েছে। প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের জনবলের ঘাটতি আছে। সে ক্ষেত্রে আমাদের দক্ষ গবেষকদের মাধ্যমে সে ঘাটতি পূরণ করা যাবে। আবার তাদের ভালো মানের ল্যাবরেটরি আছে যা আমাদের গবেষকবৃন্দ ব্যবহার করার মাধ্যমে নতুন নতুন রোগের ভ্যাকসিন উদ্ভাবনে গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলআরআইয়ের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার গোলাম মহিউদ্দিন, মুফতিকার আহমেদ, শেকৃবির অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও প্রশিক্ষণার্থীরা।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত