হোম > অর্থনীতি > করপোরেট

এসএমই খাতের ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন–মেটা

‘বুস্ট আপ’–শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে মেটার সঙ্গে যৌথ পার্টনারশিপ করেছে ‘ডিজিটাল বাংলাদেশে’র কানেকটিভিটি পার্টনার গ্রামীণফোন। ‘বুস্ট আপ–প্রোগ্রামটি ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায়িক উদ্যোগগুলোর জন্য ডিজিটাল সক্ষমতা বৃদ্ধির বুটক্যাম্প। এ ইন্টারেকটিভ প্রোগ্রামটি ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজগুলোকে তাদের ব্যবসা সম্প্রসারণ ও অনলাইন ব্যবসায়িক প্রবৃদ্ধির উদ্ভাবনী উপায় সম্পর্কে জানতে সহায়তা করবে।

গ্রামীণফোন গ্রাহকদের মধ্যে যারা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা পরিচালনা করেন, তাঁরা বুটক্যাম্পে অংশ নিতে মাইজিপি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে, তাঁরা বাংলাদেশে মেটার অনুমোদিত সেলস পার্টনার এইচটিটিপুলের মাধ্যমেও এ প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য সাইন আপ করতে পারবেন। নিবন্ধন প্রক্রিয়া সবার জন্য উন্মুক্ত হয়েছে আজ (৬ অক্টোবর) এবং প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে ১৮ অক্টোবর। বাছাইকৃত অংশগ্রহণকারীদের ট্রেনিংয়ের ভেন্যু সম্পর্কে জানানো হবে।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, ‘প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে ডিজিটাল অন্তর্ভুক্তি ও সমাজকে সামনে এগিয়ে নেওয়াকে সব সময় প্রাধান্য দিয়ে বিবেচনা করে গ্রামীণফোন। কমিউনিটির ক্ষমতায়নে আমাদের উদ্দেশ্যগুলোর প্রতি অবিচল থেকে ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়িক উদ্যোগগুলোর সম্ভাবনা উন্মোচনে মেটার সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এ উদ্যোগটি প্রতিষ্ঠানগুলোকে উদ্ভাবনী ও সাশ্রয়ী ‍ডিজিটাল টুল ব্যবহারের মাধ্যমে তাদের ব্যবসার আধুনিকায়ন এবং অনলাইন পরিসরে উপস্থিতি আরও বাড়াতে সাহায্য করবে।’

সাজ্জাদ হাসিব আরও বলেন, ‘তা ছাড়া বুটক্যাম্পটি ব্যবসার প্রবৃদ্ধি ও কার্যকরভাবে ক্রেতাদের পরিবর্তিত জীবনধারার চাহিদা পূরণে এসএমই প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করে তুলবে। মানুষের জীবনে ডিজিটাল রূপান্তরে আমাদের ভূমিকা রয়েছে এবং বাংলাদেশকে ডিজিটালি আরও শক্তিশালী করতে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।’

বুটক্যাম্প চলাকালে অংশগ্রহণকারীরা অনলাইন পরিসরে তাদের উপস্থিতি বাড়াতে এবং ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানতে পারবেন। মেটা বিজনেস টুলসের মতো ডিজিটাল সলিউশন তাদের ব্যবসায়িক প্রবৃদ্ধিতে এবং স্থানীয় উদ্যোক্তাদের সাথে তাদের টার্গেট গ্রুপের সাথে সংযোগ ঘটাতেও সাহায্য করবে।

এ বিষয়ে মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের ইমার্জিং মার্কেটসের পরিচালক জর্ডি ফোরনিস বলেন, ‘গ্রামীণফোনের সঙ্গে আমাদের এ পার্টনারশিপটি গুরুত্বপূর্ণ। এ পার্টনারশিপের মাধ্যমে আমরা বাংলাদেশের ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ক্রেতাদের পরিবর্তিত জীবনধারার উপযোগী সেবাদানে সহায়তা করব। এ বুটক্যাম্পের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা ডিজিটাল টুলগুলো ব্যবহার করতে পারবেন, যা তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করতে এবং ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম করবে বলে আমি মনে করি।

গ্রামীণফোন ও মেটার ‘বুস্ট আপ’ বুটক্যাম্প ও নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে জানতে অনুগ্রহ করে ভিজিট করুন এ ঠিকানায়: https://mygp.li/WzQTv  

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’