হোম > অর্থনীতি > করপোরেট

মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন-২০২৫ বিজয়ীদের নাম ঘোষণা

বিজ্ঞপ্তি

উইন্টার ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন ২০২৫-এর বিজয়ীদের নাম ঘোষণা করেছে মাস্টারকার্ড। গত ১ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলা ‘সেইল বিয়ন্ড’ শীর্ষক এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল লেনদেনের ওপর ভিত্তি করে কার্ডহোল্ডারদের আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দিয়ে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করা। আকর্ষণীয় পুরস্কারগুলোর মধ্যে একটি ছিল স্মরণীয় ক্রুজ ট্রিপ।

এই ক্যাম্পেইনে মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডহোল্ডারদের বিপুল অংশগ্রহণ লক্ষ করা গেছে। গ্র্যান্ড প্রাইজ বিজয়ী মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির মাস্টারকার্ড কার্ডহোল্ডার সানজিদা নিশাত পেয়েছেন ছয় দিনের এক দুর্দান্ত কাপল ট্রিপের সুযোগ। যার মধ্যে রয়েছে সিঙ্গাপুর, পেনাং পোর্ট এবং পোর্ট ক্ল্যাংয়ে বিলাসবহুল ক্রুজ ট্রিপ।

প্রথম বিজয়ীর জন্য আরও রয়েছে সঙ্গীসহ এয়ারটিকিট ও অ্যাকোমোডেশন ব্যবস্থা। এ ছাড়া, অন্য বিজয়ীরা দেশে ও বিদেশে কাপল ট্রিপ প্যাকেজ, ইলেকট্রনিকস, গ্যাজেটস, লাইফস্টাইল ও গ্রোসারি ভাউচার পেয়েছেন।

ক্যাম্পেইনে অংশ নিতে মাস্টারকার্ড কার্ডহোল্ডারদের দেশে ও বিদেশে ন্যূনতম ১ হাজার টাকা বা ২৫ ডলারের অন্তত চারটি লেনদেন সম্পন্ন করতে হয়েছে। এই লেনদেনগুলো পয়েন্ট অব সেল (পিওএস) বা ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে। তাদের অর্জিত পয়েন্টের ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচন করা হয়।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের প্রসার ঘটাতে মাস্টারকার্ড প্রতিশ্রুতিবদ্ধ। ‘‘সেইল বিয়ন্ড’’ ক্যাম্পেইনের ব্যাপক সাড়া প্রমাণ করে, গ্রাহকেরা এখন আরও বেশি নিরাপদ ও সুবিধাজনক ডিজিটাল লেনদেনকে প্রাধান্য দিচ্ছেন। এই ক্যাম্পেইনে সহযোগিতার জন্য মাস্টারকার্ডের পার্টনার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা এবং সকল বিজয়ীকে অভিনন্দন জানাচ্ছি।’

সেইল বিয়ন্ড ক্যাম্পেইনের সহযোগী পার্টনার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল—এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্যাংক এশিয়া পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি, ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, দ্য সিটি ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, সাউথইস্ট ব্যাংক পিএলসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি।

মাস্টারকার্ড

বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলের অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি মানুষের ক্ষমতায়নে কাজ করছে মাস্টারকার্ড। গ্রাহকদের নিয়ে একসঙ্গে এমন একটি টেকসই অর্থনীতি গড়ে তুলছে যেখানে সবার সমৃদ্ধি সম্ভব। লেনদেনকে নিরাপদ, সহজ, স্মার্ট এবং সবার জন্য সহজলভ্য করে তুলতে নানা ধরনের ডিজিটাল পেমেন্টের সুবিধা প্রদান করে মাস্টারকার্ড। মাস্টারকার্ডের প্রযুক্তি ও উদ্ভাবন, অংশীদারত্ব ও নেটওয়ার্ক একটি অনন্য পণ্য ও সেবার সমন্বয় তৈরি করেছে। যা ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রসমূহকে তাদের সর্বোচ্চ সম্ভাবনা অর্জনে সহায়তা করছে।

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

১৪তম বর্ষে নভোএয়ার, টিকিটে বিশাল ছাড়

ইসলামী ব্যাংকে এক হাজার ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসারের ওরিয়েন্টেশন