হোম > অর্থনীতি > করপোরেট

এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড পেল ওয়ালটন হাই-টেক

আজকের পত্রিকা ডেস্ক­

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’–এর ক্রেস্ট গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম। ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ ’-এ দেশের শিল্প খাতে দৃষ্টান্তমূলক অবদানের জন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই মর্যাদাপূর্ণ পুরস্কার আজ বুধবার ওয়ালটনের হাতে তুলে দেয়।

অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানে বলা হয়, ওয়ালটন তাদের ইলেকট্রনিকস ও হাই-টেক শিল্প খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর ফলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। পাশাপাশি আমদানি বিকল্প পণ্য উৎপাদন ও রপ্তানিতেও ওয়ালটন নতুন মাইলফলক স্থাপন করেছে।

পুরস্কার গ্রহণের পর ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ওয়ালটন ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রযুক্তিগত পরিবর্তনে সর্বদা কাজ করছে। প্রতিষ্ঠানটি চতুর্থ শিল্পবিপ্লবের অটোমেশন প্রযুক্তিতেও বিনিয়োগ করছে। স্থানীয় ও বৈশ্বিক বাজারে ওয়ালটনের পদচারণ বাড়াতে ব্যাপকভাবে কাজ চলছে। পরিবেশ সুরক্ষার প্রতি দায়বদ্ধতা থেকে উৎপাদনপ্রক্রিয়া এবং পণ্যে পরিবেশবান্ধব প্রযুক্তির সংযোজন ঘটানো হচ্ছে।

ওয়ালটনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সবুজ ও কার্বনমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের ভিশনের সঙ্গে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে গাজীপুরে ওয়ালটন হেডকোয়ার্টার্সে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা করছে।

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন

বুয়েটে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

পার্ক অ্যাভিনিউর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর জামাল ভূঁইয়া

বীকন ফার্মার কর্ণধার এবাদুল করিমের মৃত্যু

প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘এক্সিসেবল ডিজিটাল সেবা’ নিশ্চিতের আহ্বান

বাফুফের ডেভেলপমেন্ট পার্টনার বিএসআরএম

প্রযুক্তিগত উদ্ভাবন ও কর্মীদের সাফল্য উদ্‌যাপনে আবুল খায়ের স্টিলের ‘একেএস-একসাথে আগামীর পথে’

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত