হোম > অর্থনীতি > করপোরেট

ঝড়বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জরুরি নির্দেশনা

বিজ্ঞপ্তি

দেশজুড়ে চলমান ঝড়বৃষ্টির মধ্যেও বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে একটি জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। আজ শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবল ঝড়বৃষ্টিসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। আজ শনিবার বিকেল সাড়ে চারটা পর্যন্ত সারা দেশে প্রায় ৪৭ হাজার বিদ্যুৎ গ্রাহক বিদ্যুৎহীন অবস্থায় আছেন। একই সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম মোবাইল টাওয়ারগুলোর কিছু অংশেও বিদ্যুৎ সরবরাহ নেই। বিশেষ করে হাসপাতাল ও জরুরি মোবাইল টাওয়ারগুলোতে দ্রুত বিদ্যুৎ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং গ্রাহকসেবা নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)।

এই পরিস্থিতিতে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) কার্যক্রম সচল রাখতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাপবিবো থেকে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করা হয়েছে—

১. কর্মস্থলে অবস্থান: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পবিসের সকল কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে থাকতে হবে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

২. মেরামতের জন্য প্রস্তুত: জরুরি মেরামত ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার কাজে অংশ নেওয়ার জন্য সবাইকে সব সময় প্রস্তুত থাকতে হবে।

৩. মোবাইল চালু রাখুন: মোবাইল ফোন চালু রাখা এবং কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক।

৪. কঠোর ব্যবস্থা: দুর্যোগের সময় দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বাপবিবো আরও জানিয়েছে, পবিসের সব কর্মকর্তা-কর্মচারীর সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে। যাঁরা বর্তমানে কর্মস্থলের বাইরে আছেন, তাঁদের সবাইকে দ্রুততম সময়ের মধ্যে কর্মস্থলে উপস্থিত হয়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সহযোগিতা করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

এই দায়িত্ব পালনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি জনসেবায় অবদান রাখছেন, যা বাপবিবো এবং জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়। বাপবিবো এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেকোনো দুর্যোগ মোকাবিলা ও গ্রাহকসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ