হোম > অর্থনীতি > করপোরেট

ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন ইউআইইউ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ‘অ্যাপোক্যালিপস’ টিম ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড-২০২৩ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন (গোল্ড উইনার) হয়েছে। প্রতিযোগিতাটির ফাইনাল রাউন্ড গতকাল শুক্রবার নেদারল্যান্ডসের আমস্টারডামে অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড ২০১৭ সালে প্রতিষ্ঠিত। যেটি অত্যাধুনিক ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

এ বছর প্রতিযোগিতায় বাংলাদেশ, কানাডা, চীন, ইউরোপ, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, কাজাখস্তান, মেসেডোনিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেদারল্যান্ডস, ফিলিপাইন, রাশিয়া, তাইওয়ান, ইউক্রেন, যুক্তরাজ্য এবং ভিয়েতনামসহ মোট ২০টি দেশ থেকে প্রায় ৪৫টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল প্রতিযোগিতায় তাঁদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং দক্ষতার মাধ্যমে নিজেদেরকে তুলে ধরে।

ইউআইইউর টিম অ্যাপোক্যালিপস প্রতিযোগিতায় সর্বোচ্চ স্কোর পেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে মর্যাদাপূর্ণ গোল্ড উইনার অর্জন করেছে। ইউআইইউর টিম অসাধারণ কৃতিত্বের জন্য একটি প্রশংসাপত্র সহ ২ হাজার ৪০০ ইউরো প্রাইজমানি অর্জন করে। টিম অ্যাপোক্যালিপস সদস্যরা হলেন ইউআইইউর কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আহমেদ, এস এম জিসানুল ইসলাম, সহিদ হোসেন মুস্তাকিম ও আদিবা তাসনিম আনাম। উল্লেখ্য যে, এটিই প্রথম বাংলাদেশ থেকে কোনো দল ইন্টারন্যাশনাল ব্লকচেইন অলিম্পিয়াড প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

ওই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নশিপ পুরস্কার ছাড়াও ইউআইইউর আরও একটি দল ‘টিম আনচেইনড’ আধুনিক ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উল্লেখযোগ্য অবদানের জন্য মেরিট পুরস্কার পেয়েছে।

‘টিম অ্যাপোক্যালিপস’ বাংলাদেশে গত ২৫ জুলাই ২০২৩ তারিখে অনুষ্ঠিত ৪র্থ ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২৩ প্রতিযোগিতায় স্টুডেন্ট ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছিল।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত