হোম > অর্থনীতি > করপোরেট

বিজয়ীর হাতে নগদের বিএমডব্লিউ’র চাবি তুলে দেবেন তামিম

অবশেষে পর্দা নামতে যাচ্ছে অন্যতম মোবাইল পেমেন্ট ক্যাম্পেইনের। আগামী মঙ্গলবার আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নগদের মেগা ক্যাম্পেইনের বিজয়ীকে কোটি টাকার বিএমডব্লিউ’র গাড়ির চাবি বুঝিয়ে দেবে নগদ লিমিটেড। নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারকা ক্রিকেটার তামিম ইকবাল অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীর হাতে বিএমডব্লিউ গাড়ির চাবি হস্তান্তর করবেন।

ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার এবং নগদের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক। এ ছাড়া বিভিন্ন অঙ্গনের তারকারা উপস্থিত থেকে আলোকিত করবেন অনুষ্ঠান।

গত মার্চে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চালু ছিল নগদের বিএমডব্লিউ ক্যাম্পেইনটি। গ্রাহকদের ভালোবাসা এবং স্বতঃস্ফূর্ত সাড়ায় এই সময়ে দেশের সেরা পেমেন্ট ক্যাম্পেইন হিসেবে স্বীকৃতি পেয়েছে মেগা ক্যাম্পেইনটি। এ সময়ে নগদের মাধ্যমে মোবাইল রিচার্জ ও পেমেন্ট চলে গেছে অন্য এক উচ্চতায়। ফলে দেশে ডিজিটাল পেমেন্টের এক নতুন ধারার সূচনা হয়েছে।

ক্যাম্পেইনটির শেষ পর্যায়ে এসে ক্যাম্পেইনে অংশগ্রহণকারী গ্রাহকের মধ্য থেকে কয়েক ধাপে বিভিন্ন প্রক্রিয়ায় বিএমডব্লিউ বিজয়ের সম্ভাব্য তালিকায় ৭১ জনকে নির্বাচন করা হয়। পরে এই ৭১ জনের মধ্যে পছন্দের গ্রাহককে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়। এই ৭১ জনের মধ্য থেকে সারা দেশের মানুষের ভোটে যিনি বিজয়ী হবেন, তার হাতেই তুলে দেওয়া হবে কোটি টাকার এই বিএমডব্লিউ গাড়ি।

 ৭১ জনের সম্ভাব্য বিজয়ীর তালিকা নির্ধারণে ‘কে জিতবে বিএমডব্লিউ’ শিরোনামে একটি ধারাবাহিক অনুষ্ঠানের আয়োজন করে নগদ। জাতীয় দলের তারকা ক্রিকেটার, বিনোদন জগতের তারকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররা এই অনুষ্ঠানে অংশ নেন। প্রতিটি অনুষ্ঠানেই নানান আয়োজনে বাংলা এআই-এর সহযোগিতায় সম্ভাব্য বিজয়ীদের তালিকা সংক্ষিপ্ত করা হয়। অনুষ্ঠানটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে।

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন