হোম > অর্থনীতি > করপোরেট

গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই আসছেন বাংলাদেশে

আজকের পত্রিকা ডেস্ক­

গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই। ছবি: সংগৃহীত

গ্রি গ্লোবালের অ্যাসিস্ট্যান্ট প্রেসিডেন্ট কেভিন বাই বাংলাদেশ সফরে আসছেন। তিনি আজ শুক্রবার অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে ঢাকায় আসবেন। বাংলাদেশে গ্রি গ্লোবালের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ইলেকট্রো মার্ট গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে।

বাংলাদেশে গ্রি গ্লোবালের যাত্রা শুরু ১৯৯৯ সালে। বিশ্বখ্যাত এই ব্র্যান্ডটি ২০০৫ সাল থেকে ধারাবাহিকভাবে ১৮ বছর ধরে বিশ্বে ১ নম্বর স্থানে অবস্থান করছে। দেশে শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সেস প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইলেকট্রো মার্ট গ্রুপ গ্রি গ্লোবালের গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে পরিচিত।

কেভিন বাই সফরকালে ‘গ্রি বিজনেস মিট ২০২৫’ এ অংশগ্রহণ করবেন, যেখানে তিনি বাংলাদেশের গ্রি পার্টনারদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। এ ছাড়া, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্রি এসির কারখানা পরিদর্শন করবেন এবং নতুন মডেলের গ্রি এসির মোড়ক উন্মোচন করবেন। সফরকালে পরিবেশবান্ধব প্রযুক্তি এবং নতুন খাতে বিনিয়োগের বিষয়ে বেশ কয়েকটি সেমিনার ও সভায় অংশগ্রহণ করবেন তিনি।

ইলেকট্রো মার্ট নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্রি গ্লোবালের সঙ্গে যৌথ উদ্যোগে একটি অত্যাধুনিক কারখানা স্থাপন করেছে, যা দেশের এসির ক্রমবর্ধমান চাহিদা পূরণ করছে। বর্তমানে গ্রি এসির ১০০-এরও বেশি সিরিজ ৭৫টি ফ্ল্যাগশিপ শো-রুম ও বিক্রয় কেন্দ্রে পাওয়া যাচ্ছে, এবং ২০০০ টিরও বেশি পার্টনার আউটলেটে এটি বিক্রি হচ্ছে।

এ ছাড়া, ইলেকট্রো মার্ট দেশের ৫০টি কাস্টমার কেয়ার সেন্টার এবং ৫ হাজারেরও বেশি প্রশিক্ষিত টেকনিশিয়ানের মাধ্যমে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করছে। গ্রি এসি পরিবেশবান্ধব প্রযুক্তির জন্য বৈশ্বিকভাবে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে এবং বাংলাদেশেও সুপার ব্র্যান্ডের স্বীকৃতি অর্জন করেছে।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত