হোম > অর্থনীতি > করপোরেট

বাটা গিফট কার্ডের উদ্বোধন

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড বুধবার (২ অক্টোবর) আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বাটার ফ্ল্যাগশিপ স্টোর-যমুনা ফিউচার পার্কে বাটা গিফট কার্ডের উদ্বোধন করেছে। 

বাটা বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর, ইলিয়াস আহমেদ ও বাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, বিদ্যা সিনহা মিম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাটা বাংলাদেশের রিটেইল ডিরেক্টর, আরফানুল হক, হেড অব মার্কেটিং, নুসরাত হাসান, কোম্পানি সচিব, রিয়াজুর ফয়সালসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

বাটা গিফট কার্ডগুলো, ক্রেতারা নির্দিষ্ট বাটার স্টোরগুলোতে বাটার পণ্য কেনার জন্য ব্যবহার করতে পারবেন। ক্রেতারা নির্দিষ্ট বাটা স্টোর থেকে এ সকল কার্ড কিনতে পারবেন, যা তাঁরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব বা সহকর্মীদের উপহার দিতে পারবেন। কোম্পানি বা যেকোনো ব্যক্তি যারা তাঁদের ক্রেতাদের বা কর্মীদের উপহার দিতে চান, তাঁরা বাটা গিফট কার্ড কিনে উপহার দিতে পারবেন। 

শুরুতে এই প্রোগ্রামটি ২০টি নির্দিষ্ট বাটা স্টোরে চালু হচ্ছে এবং এর সংখ্যা খুব দ্রুত বাড়ানো হবে। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বাটার স্টোর রয়েছে, যেখান থেকে ক্রেতারা সহজেই বাটা গিফট কার্ড কিনে প্রিয়জনদের উপহার দিতে পারবে। 

বাটা গিফট কার্ডগুলো তিনটি মূল্যমানে ১০০০ টাকা, ২০০০ টাকা এবং ৫০০০ টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা ২০টি নির্দিষ্ট বাটা স্টোর থেকে এই গিফট কার্ড কিনতে পারবেন।

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ

বেসিসের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল কনটেন্ট সার্ভিসেস ও টিভ্যাস স্ট্যান্ডিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত