হোম > অর্থনীতি > করপোরেট

বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড পেলেন বার্জারের সিএফও সাজ্জাদ রহিম

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের গ্রুপ চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ও ডিরেক্টর সাজ্জাদ রহিম চৌধুরী বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস পেয়েছেন। তিনি বর্ষসেরা ‘চিফ ফিন্যান্সিয়াল অফিসার/ফিন্যান্স ডিরেক্টর’ হিসেবে সম্মানিত হয়েছেন।

সাজ্জাদ রহিম চৌধুরী ২০২০ সালের আগস্ট মাসে বার্জার পেইন্টসে গ্রুপ সিএফও এবং ডিরেক্টরের ভূমিকা গ্রহণ করেন। প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবেও কর্মরত সাজ্জাদ চৌধুরী বিভিন্ন বহুজাতিক কোম্পানিগুলোতে নেতৃত্ব দিয়েছেন। বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডে যোগদানের আগে তিনি নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ফিন্যান্স ডিরেক্টর ও কোম্পানির সেক্রেটারি হিসেবে ছয় বছর দায়িত্ব পালন করেন এবং শ্রীলঙ্কা ও মালদ্বীপের ডিস্ট্রিবিউশন মার্কেটের সিএফও পদে ছিলেন।

সাজ্জাদ রহিমের উল্লেখযোগ্য ভূমিকার মধ্যে রয়েছে সিটিসেলের সিএফও (সিঙ্গাপুর টেলিকম ও প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেডের একটি যৌথ উদ্যোগ), ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং কাফকোতে বিভিন্ন অর্থনৈতিক পদে নেতৃত্ব দেন। সাজ্জাদ চৌধুরী জেনসন অ্যান্ড নিকলসন (বাংলাদেশ) লিমিটেড, বার্জার টেক কনসালটিং লিমিটেড, বার্জার বেকার বাংলাদেশ লিমিটেড এবং বার্জার ফসরক লিমিটেডের পরিচালক পদেও রয়েছেন।

পুরস্কারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সাজ্জাদ রহিম বলেন, ‘এটি আমার জন্য অনেক বড় একটি সম্মানের বিষয়, যদিও আমি অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় নেই। প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্ষেত্রে দুর্দান্ত কাজ করছেন। আমি শুধু আমার নিজের জায়গায় উন্নতি করতে এবং প্রতিদিন আরও ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি।’

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৩ আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) উপস্থাপিত এবং সামিট কমিউনিকেশনস লিমিটেডের পরিচালিত। মর্যাদাপূর্ণ এই ইভেন্টটি আয়োজনে পার্টনার হিসেবে সহযোগিতায় আরও রয়েছে বিএসআরএম, দ্যা ডেইলি স্টার, এটুআই-অ্যাসপায়ার টু ইনোভেট, স্মার্ট বাংলাদেশ নেটওয়ার্ক ও ন্যামকন।

জেবিএস হোল্ডিংসের ফ্ল্যাট কিনলে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকেরা

র‍্যাংগ্‌স ইলেকট্রনিকস ও র‍্যাডিসন ব্লুর মধ্যে সমঝোতা স্মারক সই

ফজলে হাসান আবেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ট্রাভেল ও ট্যুরিজম অ্যাওয়ার্ড: লিড স্পনসর ‘গ্যালাক্সি’, হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

ওয়ালটনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নজরুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত

রেমিট্যান্স সংগ্রহে অভাবনীয় সাফল্য অর্জন জনতা ব্যাংকের

রেমিট্যান্স অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামী ব্যাংক

শেভরনের সহায়তায় সিলেটে ৬০ প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনে ফেরা

এখন থেকে মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে নগদে

ক্রেতাদের হাতে উপহারের ফ্রিজ-টিভি হস্তান্তর করল ওয়ালটন