হোম > অর্থনীতি > করপোরেট

জনবান্ধব নীতি প্রণয়নে সংস্কার ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক

জনবান্ধব নীতি প্রণয়নে সংস্কার ভাবনা নিয়ে গোলটেবিল বৈঠক। ছবি: সংগৃহীত

ইউএনডিপির আয়োজনে গতকাল বৃহস্পতিবার ‘জনবান্ধব নীতি প্রণয়নে সঠিক উপাত্ত সংগ্রহ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কার ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহায়তায় ইউএনডিপির স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিসিজ অ্যান্ড সার্ভিসেস প্রকল্পের আওতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসির গবেষণা সহায়তায় প্রথম আলোর সঙ্গে যৌথভাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সেলিম রায়হান, নির্বাহী পরিচালক, সানেম (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং)। আলোচনায় আরও অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট ক্ষেত্রের নাগরিক সমাজ সংস্থা, একাডেমিক ব্যক্তিত্ব, সরকারি এবং বেসরকারি সংস্থার বিভিন্ন প্রতিনিধি এবং ইউএনডিপির প্রতিনিধিরা।

বিশেষজ্ঞ আলোচকেরা ডেটা ম্যানিপুলেশন বন্ধ, বর্তমান তথ্য সংগ্রহ পদ্ধতির কার্যকারিতা, তথ্য সংগ্রহের বর্তমান পদ্ধতিগত সমস্যাদি এবং একটি স্বায়ত্তশাসিত জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) এবং একটি স্বাধীন ডেটা কমিশন গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া, বিশেষজ্ঞরা সঠিক ডেটা সংগ্রহ, জনসাধারণের মধ্যে জবাবদিহি নিশ্চিতে মিডিয়ার ভূমিকা নিয়েও কথা বলেন। পাশাপাশি, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওপর নাগরিকদের বিশ্বাসযোগ্যতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট পদক্ষেপ ও প্রস্তাব প্রণয়নে বক্তারা গুরুত্বারোপ করেন।

নিউইয়র্কে ইউএসবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে আকিজ রিসোর্সের এমডি শেখ জসিম উদ্দিন

বিকাশ অ্যাপে ‘সেলফ কমপ্লেইন্ট’ সেবা: অভিযোগ ও সমাধান এখন এক ক্লিকেই

এখন থেকে পদ্মা সেতুর টোল মুহূর্তেই পরিশোধ করা যাবে নগদের মাধ্যমে

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’