হোম > অর্থনীতি > করপোরেট

রাজশাহীতে পেনশন স্কিম সচেতনতা কার্যক্রমে ব্র্যাক ব্যাংকের অংশগ্রহণ

রাজশাহীতে অনুষ্ঠিত দিনব্যাপী ইউনিভার্সাল পেনশন স্কিম অ্যাওয়ারনেস ফেয়ারে অংশগ্রহণ করেছে ব্র্যাক ব্যাংক। জাতীয় পেনশন কর্তৃপক্ষ (দ্য ন্যাশনাল পেনশন অথোরিটি) এবং রাজশাহী বিভাগের কমিশনার অফিস যৌথভাবে এই মেলার আয়োজন করে। নতুন চালু হওয়া ইউনিভার্সাল পেনশন স্কিমকে সবার কাছে পরিচিত করা এবং এই বিষয়ে সবাইকে সচেতন করে তোলাই ছিল মেলার উদ্দেশ্য। 

রাজশাহী শহরের হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গত ১৯ এপ্রিল ২০২৪ এই মেলাটি অনুষ্ঠিত হয়। মেলার একটি স্টলে, ব্র্যাক ব্যাংকের কর্মকর্তারা ইউনিভার্সাল পেনশন স্কিম সম্পর্কে মেলায় আগতদের প্রশ্নের জবাব দেন। 

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন সেক্টরের প্রায় ২০০ কর্মকর্তা এই মেলায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। সুরক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য পেনশন কন্ট্রিবিউশনের ওপর ট্যাক্সে ছাড়কৃত এবং ট্যাক্স-মুক্ত পেনশন সুবিধা অন্তর্ভুক্ত স্কিমে সাবস্ক্রাইব করার জন্য মেলার পাবলিক এনগেজমেন্ট সেশনে উৎসাহিত করা হয়। 

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসেন এই মেলায় ব্র্যাক ব্যাংক টিমের নেতৃত্ব দেন। ট্র্যানজ্যাকশন ব্যাংকিং ইউনিট হেড মোহাম্মদ আরিফ চৌধুরী এবং তার টিমের সদস্যরা নতুন পেনশন স্কিমে ব্যাংকের ভূমিকা এবং অফার সম্পর্কে মেলায় আগত দর্শকদের অবহিত করেন। 

মেলায় ব্র্যাক ব্যাংকের এই অংশগ্রহণ সকল শ্রেণির জন্যই আর্থিক নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে সরকারি উদ্যোগকে সমর্থন করতে ব্যাংকের নিষ্ঠার ওপরেই জোর দেয়। এই উদ্যোগে ব্যাংকের সম্পৃক্ততা উন্নততর সেবা প্রদানের জন্য প্রযুক্তিকে একীভূত করে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার বৃহত্তর অঙ্গীকারের অংশ।

প্রথমবার ঢাকা আসছেন আইএফএসি প্রেসিডেন্ট, অংশগ্রহণ করবেন সাফা আন্তর্জাতিক সম্মেলনে

শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানালেন অ্যাডভোকেট এলিনা খান

কবি ও চিন্তক ফয়েজ আলমের ৫৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন

বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আইসিএসবি ও আইসিএমএবি অ্যাওয়ার্ড অর্জনের সাফল্য উদ্‌যাপন করল ওয়ালটন

স্বাস্থ্যসেবায় ৪০ বছর উদ্‌যাপন করল অ্যারিস্টোফার্মা

ইনস্টিটিউশনাল জাকাত ব্যবস্থাপনায় আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘গিভিং গ্রেস ফাউন্ডেশন’

সংকট জয় করে ইউসিবির নতুন দিগন্ত: রেকর্ড সাফল্যে রঙিন ‘ইউসিবি নাইট’

আকিজ বশির কেব্‌লসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

দেশের প্রথম সোশ্যাল বন্ডে মেটলাইফের ৫০ কোটি টাকা বিনিয়োগ